পারফরম্যান্স দিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করতে ভালো লাগে: লিভিংস্টোন

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’
২১ এপ্রিল ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে ব্যাটে-বলে ছন্দে ছিলেন না লিয়াম লিভিংস্টোন। রাজস্থান রয়্যালসের জার্সিতে ৫ ম্যাচ খেলা এই ইংলিশ অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছিল মোটে ৪২ রান। বল হাতেও ছিলেন উইকেটশূন্য।
এমন পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল লিভিংস্টোনকে। তবে এবারের আসরে পাঞ্জাব কিংসের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাদের বিপক্ষে ম্যাচ শেষে সমালোচকদের নিয়ে কথা বলতে গিয়ে লিভিংস্টোন জানান, পারফরম্যান্স দিয়ে তাদের ভুল প্রমাণ করতে ভালো লাগে।

আইপিএলের এবারের আসরে পাঞ্জাবের হয়ে সবগুলো ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন লিভিংস্টোন। যেখানে তিনি ব্যাট হাতে ১৮২ স্ট্রাইক রেটে করেছেন ৪৩৭ রান। বেশ কয়েকটি ম্যাচ জয়ী ইনিংসও খেলেছেন তিনি। এ ছাড়া বল হাতে নিয়েছেন ৬ উইকেট।
রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব
১৮ মে ২৫
সমালোচকদের নিয়ে বলতে গিয়ে লিভিংস্টোন বলেন, ‘আইপিএলের গত মৌসুমের পর আমাকে নিয়ে বেশ কিছু সমালোচনা হয়েছিল। কিছু লোককে (সমালোচক) ভুল প্রমাণ করতে পেরে আমি খুশি। পারফরম্যান্স দিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করতে ভালো লাগে।’
আইপিএল ছাড়াও পাকিস্তান সুপার লিগ (পিএসএল), দ্য হান্ড্রেড এবং বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে খেলে থাকেন লিভিংস্টোন। এসব টুর্নামেন্ট খেলে নিজের আরও উন্নতি করতে পারবেন বলে মনে করেন তিনি। সেই সঙ্গে এখানে খেলার অভিজ্ঞতা ক্রিকেটার হিসেবে উন্নতি করতেও সাহায্য করবে বলে মনে এই অলরাউন্ডার।
লিভিংস্টোন বলেন, ‘আমি এখনো শিখছি। সারা বিশ্বে এইধরনের টুর্নামেন্ট খেলে আমি আরও উন্নতি করতে পারব বলে আশা রাখছি। যে অভিজ্ঞতা সঞ্চয় করছি তা ক্রিকেটার হিসেবে আমার উন্নতিতে সাহায্য করবে।’