promotional_ad

ম্যাককালামের পাশে স্টোকসদের দেখে ঈর্ষান্বিত মরগান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে নিয়মিত নন ইয়ন মরগান। এ কারণেই নতুন টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে খেলার সুযোগ হচ্ছে না তার। এই কিউই কোচের অধীনে খেলতে না পারায় টেস্ট দলের সদস্যদের ওপর ঈর্ষান্বিত মরগান।


কয়েকমাস আগেই সাদা এবং লাল বলের ক্রিকেটের জন্য পৃথক পৃথক কোচ খুঁজে রেখেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথমে জানা যায়, ম্যাককালামকে সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল ইংল্যান্ড।


promotional_ad

পরবর্তীতে জনপ্রিয় ইংরেজি গণমাধ্যমগুলো দাবি করে, সাদা বলের ক্রিকেটের অধিনায়ক মরগানের পরামর্শ মোতাবেক ম্যাককালামকে টেস্ট দলের কোচ হিসেবেই চায় ইসিবি। মূলত টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে আগ্রাসী মনোভাবে মিল থাকায় ম্যাককালামের ব্যাপারে আগ্রহী হন মরগান।


ইসিবিকেও এই ব্যাপারে নিজের মতামত দেন তিনি। শেষপর্যন্ত ইংল্যান্ডের লাল বলের কোচও হন ম্যাককালাম। আর টেস্ট দলের ক্রিকেটার না হওয়ায় তার সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে না মরগানের।


এ নিয়ে মরগান বলেন, 'এটা দারুণ রোমাঞ্চকর। ইংল্যান্ডের অনেক টেস্ট ক্রিকেটারের ওপর আমি ঈর্ষান্বিত। কেননা তারা তার (ম্যাককালাম) সাথে খেলছে, তার অধীনে খেলছে। আমি জানি, বাজ ম্যানেজার হিসেবে অসাধারণ।'


'নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের চেহারা সে বদলে দিয়েছে। তারা তাদের সামর্থ্যের চাইতে বেশি ভালো খেলছে। আইপিএলে অনেক চাপ, সেখানকার একটা দলের অসাধারণ হেড কোচ ছিল বাজ। ইংল্যান্ডের ক্রিকেটারদের সে আত্মবিশ্বাসী করে তুলবে।'


ইংল্যান্ডের দায়িত্ব পাওয়ার সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হিসেবে কাজ করছিলেন ম্যাককালাম। সাবেক এই কিউই ক্রিকেটার এখনও শিরোপা না জিতলেও ২০২১ আইপিএলে দলকে ফাইনাল খেলিয়েছিলেন। সেই আসরে কলকাতার অধিনায়কও ছিলেন মরগান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball