ম্যাককালামের পাশে স্টোকসদের দেখে ঈর্ষান্বিত মরগান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
১৪ ঘন্টা আগে
ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে নিয়মিত নন ইয়ন মরগান। এ কারণেই নতুন টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে খেলার সুযোগ হচ্ছে না তার। এই কিউই কোচের অধীনে খেলতে না পারায় টেস্ট দলের সদস্যদের ওপর ঈর্ষান্বিত মরগান।
কয়েকমাস আগেই সাদা এবং লাল বলের ক্রিকেটের জন্য পৃথক পৃথক কোচ খুঁজে রেখেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথমে জানা যায়, ম্যাককালামকে সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল ইংল্যান্ড।

পরবর্তীতে জনপ্রিয় ইংরেজি গণমাধ্যমগুলো দাবি করে, সাদা বলের ক্রিকেটের অধিনায়ক মরগানের পরামর্শ মোতাবেক ম্যাককালামকে টেস্ট দলের কোচ হিসেবেই চায় ইসিবি। মূলত টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে আগ্রাসী মনোভাবে মিল থাকায় ম্যাককালামের ব্যাপারে আগ্রহী হন মরগান।
ইসিবিকেও এই ব্যাপারে নিজের মতামত দেন তিনি। শেষপর্যন্ত ইংল্যান্ডের লাল বলের কোচও হন ম্যাককালাম। আর টেস্ট দলের ক্রিকেটার না হওয়ায় তার সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে না মরগানের।
এ নিয়ে মরগান বলেন, 'এটা দারুণ রোমাঞ্চকর। ইংল্যান্ডের অনেক টেস্ট ক্রিকেটারের ওপর আমি ঈর্ষান্বিত। কেননা তারা তার (ম্যাককালাম) সাথে খেলছে, তার অধীনে খেলছে। আমি জানি, বাজ ম্যানেজার হিসেবে অসাধারণ।'
'নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের চেহারা সে বদলে দিয়েছে। তারা তাদের সামর্থ্যের চাইতে বেশি ভালো খেলছে। আইপিএলে অনেক চাপ, সেখানকার একটা দলের অসাধারণ হেড কোচ ছিল বাজ। ইংল্যান্ডের ক্রিকেটারদের সে আত্মবিশ্বাসী করে তুলবে।'
ইংল্যান্ডের দায়িত্ব পাওয়ার সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হিসেবে কাজ করছিলেন ম্যাককালাম। সাবেক এই কিউই ক্রিকেটার এখনও শিরোপা না জিতলেও ২০২১ আইপিএলে দলকে ফাইনাল খেলিয়েছিলেন। সেই আসরে কলকাতার অধিনায়কও ছিলেন মরগান।