promotional_ad

ম্যাককালাম রাতারাতি ইংল্যান্ডকে বদলে দেবেন, বিশ্বাস স্টেডের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি

১ মে ২৫
ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে খোশগল্পে মেতেছেন টিম সাউদি, ফাইল ছবি

সীমিত ওভারের ক্রিকেটে দাপট দেখালেও টেস্টে রীতিমতো বিপর্যস্ত ইংল্যান্ড। অ্যাশেজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ খুইয়েছে তারা। এমন সময় ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কেোচের দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। এই কিউই কোচের অধীনে শীঘ্রই বদলে যাবে ইংলিশদের পারফরম্যান্সের চিত এমনটাই  মনে করেন গ্যারি স্টেড।


নিজেদের সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ড জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। সাদা পোশাকের ক্রিকেটে কতটা বাজে ফর্ম কাটাচ্ছে, তা বোঝাতে এই পরিসংখ্যান যথেষ্ট। এরপর ইংল্যান্ডের টেস্ট দলটাকে নতুন করে সাজানো হচ্ছে।


promotional_ad

অ্যাশেজে ভরাডুবির পর প্রধান কোচ ক্রিস সিলভারউডকে বরখাস্ত করা হয়। ইংলিশরা ফিরেছে দুই কোচ তত্ত্বে। যেখানে ম্যাকাকালামের দায়িত্বে থাকবেন সাদা পোশাকের দলের ক্রিকেটাররা। এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন ম্যাককালাম। সেই হিসেবে অনভিজ্ঞ হলেও তার ওপর বিশ্বাস রাখছেন স্টেড।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ বলেন, 'বাজকে (ম্যাককালাম) আমি ভালোভাবেই চিনি। এতে কোনো সন্দেহ নেই যে, সে তাৎক্ষণিকভাবে (ইংল্যান্ডের ক্রিকেটে) প্রভাব ফেলবে।'


এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিংয়ের অভিজ্ঞতা আছে ম্যাককালামের। তিনি টেকনিকাল কোচিংয়ের চেয়েও ম্যান ম্যানেজমেন্টের ওপর বেশি জোর দেন এবং এই তত্ত্বেই বিশ্বাসী এই কিউই কোচ।


কিছু দিন আগেই ম্যাককালাম বলেছিলেন, ‘আমি টেকনিক্যালি কোচিং করি না। টেকনিক অবশ্যই দরকার তবে এখানে কৌশল এবং ম্যান ম্যানেজমেন্টের ব্যাপার বেশি কাজ করে। দলে ভালো পরিবেশ দিতে চেষ্টা করি এবং খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে চেষ্টা করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball