promotional_ad

লর্ডস টেস্টের টিকিটের দাম দেখে নিজেকে পাগল পাগল লাগছে ভনের

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাটলারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে সমস্যার সমাধান হবে না: ভন

২৮ ফেব্রুয়ারি ২৫
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর জস বাটলার, ফাইল ফটো

লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। বেন স্টোকসের অধিনায়ক হিসেবে অভিষেকের দিনে ইংলিশদের সাদা পোশাকের প্রধান কোচ হিসেবে নিজের প্রথম মিশন শুরু করছেন ব্রেন্ডন ম্যাককালাম। তবে এসব ছাপিয়ে আলোচনায় লর্ডস টেস্টের টিকিটের দাম।


মাঠে বসে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টেস্টের দ্বৈরথ দেখতে লর্ডসে সমর্থকদের গুনতে হবে ১৫০ পাউন্ড (বাংলাদেশি টাকায় যা প্রায় ১৭ হাজার)। টিকিটের এমন দাম দেখে বেজায় চটেছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছেন, টিকিটের দাম দেখার পর নিজেকে পাগল পাগল লাগছে। 


promotional_ad

ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফকে ভন বলেন, ‘লর্ডস টেস্টের টিকিটের দাম দেখে রীতিমতো পাগল পাগল লাগছে। মৌসুমের প্রথম টেস্ট ম্যাচে গ্যালারি ভরছে না, এটা নিশ্চিত। এভাবে লর্ডস যদি টিকিটের এমন দাম রাখতেই থাকে, তাহলে তারা অন্য ভেন্যুগুলোর তুলনায় হুমকির মুখে পড়ে যাবে। কারণ, অন্যরা তো এত দাম রাখছে না তাদের টিকিটের।’


আরো পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস

২১ মে ২৫
লম্বা সময় পর মাঠে ফিরলেন বেন স্টোকস, ফাইল ফটো

ইংল্যান্ডের নতুন অধিনায়ক স্টোকসও টিকিট দাম নিয়ে খানিকটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। স্টোকস বলেন, ‘টিকিটের দাম এমন একটা জিনিস যা সঠিকভাবে দেখাশোনা করা উচিত। সমর্থক ছাড়া ক্রিকেট আসলে কি? সমর্থক ছাড়া খেলাটাই বা কি?’


টেস্ট ক্রিকেট নিয়ে ইংলিশ সমর্থকদের আগ্রহ সবসময়ই বেশি। সংক্ষিপ্ত ফরম্যাটের তুলনায় সাদা পোশাকের ক্রিকেট বেশি দেখে থাকেন তারা। তবে দেশের অর্থনৈতিক সংকটে টিকিটের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে সমর্থকদের। ইংলিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, দাম বৃদ্ধি পাওয়ার ফলে এখনও অবিক্রিত প্রায় ২০ হাজার টিকিট। টেস্ট ক্রিকেটকে মানুষের আর্থিক সামর্থ্যের বাইরে না নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভন।


তিনি বলেন, ‘ইংল্যান্ড এমন একটা ক্রিকেট খেলুড়ে দেশ, যেখানে টেস্ট ক্রিকেটে দর্শকে মাঠ ভরে যায়। এটার মূল কারণ, সাধারণ মানুষ টেস্ট ক্রিকেট পছন্দ করেন। সুতরাং দয়া করে টেস্ট ক্রিকেটটাকে মানুষের আর্থিক সামর্থ্যের বাইরে নিয়ে যাবেন না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball