promotional_ad

ইংল্যান্ডের নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন বেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে রয়েছেন ইয়ান বেল। সাবেক এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে নির্বাচক প্যানেল নতুন করে সাজানোর ভাবনা রয়েছে ইংল্যান্ডের নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কির।


অ্যাশেজে ইংল্যান্ডের ভরাডুবির পর ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছিলেন অ্যাশলে জাইলস। তিনি নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয় অ্যান্ড্রু স্ট্রাউস, পল কলিংউড ও জেমস টেলরকে।


promotional_ad

নিউজিল্যান্ডের সিরিজের জন্য সর্বশেষ ঘোষিত দল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রব কি। যদিও তিনি নির্বাচক প্যানেল ঢেলে সাজাতে চান। এজন্য তিনি বেলকে যুক্ত করতে চাইছেন। এমনটাই জানিয়েছে ইংল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মেইল ইউকে।


বেল ইংল্যান্ডের হয়ে ১১৮টি টেস্ট ও ১৬১টি ওয়ানডে খেলেছেন। সাদা পোশাকে তার নামের পাশে আছে ৭ হাজার ৭২৭ রান। বছর দুয়েক আগেই প্রথম শ্রেনির ক্রিকেট থেকে তিনি বিদায় নিয়েছেন। এরপর থেকে কোচিং পেশার সঙ্গে জরিত রয়েছেন তিনি।


কাজ করেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও। এ ছাড়া ডার্বিশায়ার, দ্য হান্ড্রেডের দল বার্মিংহ্যাম ফিনিক্স ও বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সের হয়েও কোচিং করিয়েছেন। এবার তাকেই ভাবা হচ্ছে ইংল্যান্ড দলের নতুন নির্বাচক হিসেবে।


রব কি দায়িত্ব নিয়েই ইংল্যান্ডের ক্রিকেট ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন। এরই মধ্যে লাল ও সাদা বলের জন্য ভিন্ন ভিন্ন কোচ নিয়োগ দিয়ে চমকে দিয়েছেন সবাইকে। লাল বলের কোচ হিসেবে ব্র্যান্ডন ম্যাককালাম ও সাদা বলের কোচ হিসেবে ম্যাথু মটকে নিয়োগ দিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball