promotional_ad

'যেকোনো ক্রিকেটারের সঙ্গে পাল্লা দেয়ার মতো আত্মবিশ্বাস আমার আছে'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মার্শের সেঞ্চুরিতে টেবিলের শীর্ষে থাকা গুজরাটকে হারাল লক্ষ্ণৌ

১ ঘন্টা আগে
৬৪ বলে ১১৭ রান করেন মিচেল মার্শ, ফাইল ফটো

টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের শুরুর দিকে মিডল অর্ডারে ব্যাটিং করতেন মিচেল মার্শ। তবে গত এক বছর ধরে তিন নম্বরে ব্যাটিং করছেন তিনি। নিজের পছন্দের পজিশনে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ধারাবাহিক হয়ে ওঠেছেন এই অলরাউন্ডার। যা তাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।


সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি সব ধরনের ক্রিকেটেই দারুণ ছন্দে আছেন মার্শ। বিশেষ করে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ১৫ টি-টোয়েন্টি ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি করেছেন ৬টি। টপ অর্ডারে তার এমন ব্যাটিং দলের জন্য কার্যকরী।


promotional_ad

তাছাড়া সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন মার্শ। রাজস্থান রয়্যালসের হয়ে ৮ ম্যাচে প্রায় ৩১ গড়ে ২৫১ রান করেছেন এই অজি অলরাউন্ডার। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৩৩ স্ট্রাইকরেটে।


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

মার্শ বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট সত্যিই কঠিন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এখানে পারবেন। আমি মনে করি, গত ১২ মাসে আমি সত্যিই এই বিশ্বাস অর্জন করেছি যে, বিশ্বের যেকোনো ক্রিকেটারের সঙ্গে পাল্লা দেয়ার মতো আত্মবিশ্বাস আমার আছে।'


টি-টোয়েন্টিতে এক সময় মিডল অর্ডারে ব্যাটিং করলেও এখন তিন নম্বরে নিয়মিত মার্শ। জাতীয় দলের মতোই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিন নম্বরেই ব্যাটিং করতে দেখা যায় এই অলরাউন্ডারকে। এই পজিশনে ব্যাটিং করা তিনি উপভোগ করেন।


মার্শ বলেন, 'আমি অবশ্যই মনে করি যে, টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই (তিন নম্বর) আমার সেরা পজিশন এবং আমি পাওয়ার প্লেতে ব্যাটিং করতে ভালোবাসি। আমি ডেভিড ওয়ার্নারের সঙ্গে অনেক ম্যাচে ব্যাটিং করেছি এবং তার সঙ্গে দারুণ কিছু পার্টনারশিপ করেছি, এটা সত্যিই উপভোগ্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball