রুটের মন্ত্রে সফল হতে চান ল্যাবুশেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
শেষবারের শ্রীলঙ্কা সফরে দারুণ সফল হয়েছিলেন জো রুট। তার ব্যাটে ছিল রানের ফোয়ারা। এবারের শ্রীলঙ্কা সফরে রুটের মতো করে সেই পথেই হাঁটতে চাইছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মারনাস ল্যাবুশেন।
আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর উপমহাদেশে কেবল একবারই সফর করেছেন ল্যাবুশেন। কয়েকমাস আগে পাকিস্তান সফরই ছিল এই মিডল অর্ডার ব্যাটারের করা একমাত্র সফর।

পাকিস্তানে করা সেই সফরেও স্পিন আক্রমণের বিপক্ষে সেভাবে পরীক্ষা দিতে হয়নি ল্যাবুশেনকে। কিন্তু এবারের শ্রীলঙ্কা সফরে স্পিন আক্রমণ ও প্রতিকূল পরিবেশের বিপরীতে লড়াই চালিয়ে যেতে হবে তাকে। এ কারণে রুটকেই 'আইডল' মানছেন ল্যাবুশেন।
তিনি বলেন, 'আমার জন্য উপমহাদেশে এটাই সত্যিকারের চ্যালেঞ্জ। এবার সেই চ্যালেঞ্জকে জয় করতে চাই। জো রুট সেখানে অসাধারণ খেলেছে। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কীভাবে সে সেখানে খেলেছে তা নিয়ে।'
'দল হিসেবে আমরা বিশ্বসেরা হতে চাই। আমরা কোথায় খেলতে গেলাম, সেটা ব্যাপার না। আমরা জিততে চাই সবসময়। আমি মনে করি শ্রীলঙ্কাতেও আমরা তাই করব। সেখানে অনেক গরম, ঘাম ঝরবে অনেক। তবুও মানিয়ে নিতে হবে।'
২০২১ সালের সেই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে দুটি সেঞ্চুরি এসেছিল রুটের ব্যাটে। চার ইনিংসে রুট করেছিলেন যথাক্রমে ২২৮, ১, ১৮৬ ও ১১ রান।