promotional_ad

রুটের মন্ত্রে সফল হতে চান ল্যাবুশেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

শেষবারের শ্রীলঙ্কা সফরে দারুণ সফল হয়েছিলেন জো রুট। তার ব্যাটে ছিল রানের ফোয়ারা। এবারের শ্রীলঙ্কা সফরে রুটের মতো করে সেই পথেই হাঁটতে চাইছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মারনাস ল্যাবুশেন।


আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর উপমহাদেশে কেবল একবারই সফর করেছেন ল্যাবুশেন। কয়েকমাস আগে পাকিস্তান সফরই ছিল এই মিডল অর্ডার ব্যাটারের করা একমাত্র সফর।


promotional_ad

পাকিস্তানে করা সেই সফরেও স্পিন আক্রমণের বিপক্ষে সেভাবে পরীক্ষা দিতে হয়নি ল্যাবুশেনকে। কিন্তু এবারের শ্রীলঙ্কা সফরে স্পিন আক্রমণ ও প্রতিকূল পরিবেশের বিপরীতে লড়াই চালিয়ে যেতে হবে তাকে। এ কারণে রুটকেই 'আইডল' মানছেন ল্যাবুশেন।


তিনি বলেন, 'আমার জন্য উপমহাদেশে এটাই সত্যিকারের চ্যালেঞ্জ। এবার সেই চ্যালেঞ্জকে জয় করতে চাই। জো রুট সেখানে অসাধারণ খেলেছে। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কীভাবে সে সেখানে খেলেছে তা নিয়ে।'


'দল হিসেবে আমরা বিশ্বসেরা হতে চাই। আমরা কোথায় খেলতে গেলাম, সেটা ব্যাপার না। আমরা জিততে চাই সবসময়। আমি মনে করি শ্রীলঙ্কাতেও আমরা তাই করব। সেখানে অনেক গরম, ঘাম ঝরবে অনেক। তবুও মানিয়ে নিতে হবে।'


২০২১ সালের সেই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে দুটি সেঞ্চুরি এসেছিল রুটের ব্যাটে। চার ইনিংসে রুট করেছিলেন যথাক্রমে ২২৮, ১, ১৮৬ ও ১১ রান।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball