promotional_ad

রাণীর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন টেলর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

কয়েকমাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রস টেলর। কিউই ক্রিকেটে তার অবদানের স্বীকৃতি স্বরূপ এবার ব্রিটিশ রাণী এলিজাবেথের জন্মদিনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।


রাষ্ট্রীয় অথিতি হয়ে নিউজিল্যান্ড অর্ডার অব মেরিটের (সিএনজেডএম) প্রতিনিধিদের সঙ্গে ইংল্যান্ডে যাবেন টেলর। রাণীর জন্মদিনে টেলরকে আমন্ত্রণ জানানোয় এক টুইট বার্তায় তাকে শুভেচ্ছা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।


promotional_ad

দেশটির ক্রিকেট বোর্ড টেলরকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছে, 'অভিনন্দন রস! ক্রিকেটে অবদান এবং প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায়কে সেবা করার জন্য রস টেলরকে স্বীকৃতি দেয়া হয়েছে, রানীর জন্মদিনে নিউজিল্যান্ড অর্ডার অব মেরিটের (সিএনজেডএম) সঙ্গে টেলরকে নিয়ে যাওয়া হচ্ছে।'


এ বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেলর। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে রঙিন পোশাকও তুলে রেখেছেন তিনি।


এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে ও ১০২ টি টি-টোয়েন্টি খেলেছেন টেলর। ওয়ানডেতে ২১টি সেঞ্চুরি ও ৫১টি হাফ সেঞ্চুরিতে তিনি রান করেছেন ৮ হাজার ৬০২। আর সাদা পোশাকে ১৯ সেঞ্চুরি আর ৩৫ হাফ সেঞ্চুরিতে টেলরের রান ৭ হাজার ৬৮৪।


এই দুই সংস্করণেই নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টি-টোয়েন্টিতে ৭টি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৯০৯ রান করেছেন টেলর। ২০০৬ সালে অভিষেকের পর থেকে তিন সংস্করণেই দাপিয়ে বেড়িয়েছেন টেলর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball