খেলতে নামলেই আউট হচ্ছি, এটা হতাশাজনক: লিস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
৬ ঘন্টা আগে
লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজের করা ২০ রানের প্রশংসা করেছেন অ্যালেক্স লিস। ঠিকমতো ২০ রান করলে ৮০ রান করা সম্ভব বলেও মনে করছেন ইংল্যান্ডের এই টেস্ট ওপেনার। যদিও ইনিংস বড় না করতে পারার আক্ষেপ আছে তার।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে লিস করেন ৭৭ বলে ২৫ রান। এরপর টিম সাউদির বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে বিদায় নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় লিস বিদায় নেন ৩২ বলে চারটি চারে করা ২০ রানে। কাইল জেমিসনের বলে বোল্ড হয়ে ফিরে যান বাঁহাতি এই ব্যাটার।

জো রুটের অপরাজিত ১১৫ রানের অনবদ্য ইনিংসে ইংল্যান্ড ম্যাচটি জেতে পাঁচ উইকেটে। অভিষেকের পর থেকে অফ-ফর্মে থাকা লিস নিজের ছোটো ইনিংসের প্রশংসা করেছেন। তবে বরাবরের মতো ইনিংস বড় করতে না পারায় হতাশ তিনি।
লিস বলেন, 'শেষ সপ্তাহেই সম্ভবত বিশুদ্ধ একটি ইনিংস খেলেছিলাম আমি। যেভাবে আমি খেলতে পেরেছি তাতে আমি অবশ্যই আনন্দিত। ম্যাচের মোড় বদলের জন্য সেই ইনিংসের কথাও বলা যায়।'
'২০ রানের একটি ইনিংস নিয়ে বলাটা হয়ত ভালো শোনাবে না। আপনি যদি ভালোভাবে ২০ রান করতে পারেন, তাহলে আপনি সম্ভবত ৬৭, ৭০, ৮০ রান করে ফেলতে পারবেন। আমি খেলতে নামলেই আউট হচ্ছি, এটা হতাশাজনক। তবে আপনি যখন ইনিংসের সূচনা করবেন, আপনি তখন সেরা বোলারদের বিপক্ষেই খেলবেন।'
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছেন লিস। ২৯ বছর বয়সী এই ব্যাটার ২১.৩৭ গড়ে করেছেন ১৭১ রান। সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেছেন তিনি।