কনওয়েও করোনায় আক্রান্ত
ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জোহানেসবার্গে বাড়ি-ঘর বিক্রি করে নিউজিল্যান্ডের হয়ে স্বপ্ন পূরণ
২৭ নভেম্বর ২০
করোনা যেন পিছু ছাড়ছে না নিউজিল্যান্ড ক্রিকেট দলের। ইংল্যান্ড সফরে কিউইদের তৃতীয় ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন ডেভন কনওয়ে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
করোনা আক্রান্ত হওয়ায় আপাতত আইসোলেশনে রয়েছেন কনওয়ে। আগামী ৫ দিন তাকে আইসোলেশনে থাকতে হবে। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ আসলে হেডিংলি টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। আগামী ২৩ জুন মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টেস্ট।

কনওয়ে করোনা আক্রান্ত হলেও তার রিপ্লেসমেন্ট হিসেবে কারও নাম ঘোষণা করে এনজেডসি। এর আগে করোনার কারণে নটিংহ্যাম টেস্ট খেলতে পারেননি কেন উইলিয়ামসন। তার বদলি হিসেবে ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন টম লাথাম।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
শুধু উইলিয়ামসনই নয়, নটিংহ্যাম টেস্ট শেষে করোনা আক্রান্ত হয়েছেন মিচেল ব্রেসওয়েল। আপাতত তিনিও ৫ দিনের আইসোলেশনে রয়েছেন। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই অলরাউন্ডার।
এদিকে ইংল্যান্ড সফরে এসে নিজের সেরা ছন্দে নেই কনওয়ে। লর্ডস টেস্টের দুই ইনিংসে করেছিলেন মোটে ১৬ রান। তবে ট্রেন্ট ব্রিজে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। প্রথম ইনিংসে ৪৬ রান করা কনওয়ে দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৫২ রানের ইনিংস।