এখনও বিশ্বকাপ জয়ে অবদান রাখতে পারব: মরগান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
১৪ ঘন্টা আগে
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ইয়ন মরগানের। ব্যাট হাতে লম্বা সময় ধরে চেনা ছন্দে নেই ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে মরগানদের দলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় দেখছেন কেউ কেউ। যদিও এসব সমালোচনায় একেবারেই ভেঙে পড়ছেন না মরগান। নিজের সামর্থ্যে পরিপূর্ণ বিশ্বাস রাখছেন তিনি।
২০২১ সাল থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৮ ইনিংস ব্যাটিং করে মাত্র ১৮০ রান করেছেন ৩৫ বছর বয়সী মরগান। এর মধ্যে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৪০ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি।
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো মরগানকে দল থেকে বাদ দেয়ার কোনও পরিকল্পনাই নেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। তবুও ইংল্যান্ডের বাকি ক্রিকেটারদের তুলনায় মরগানের পারফরম্যান্স পিছিয়ে থাকায় বারবারই সমালোচনায় আসছেন তিনি।

এবার তিনি নিজেই জানালেন নিজ পরিকল্পনার কথা, 'ওটা (ওয়ানডে বিশ্বকাপ) অনেক দূরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে খেলব আমি। আমার শরীর যেভাবে সায় দেয়... সেভাবেই আমি ভাববো। আমি এখনও মাঠে এবং মাঠের বাইরে নিজেকে নিঙরে দিচ্ছি।'
'যখন থেকে আমি অধিনায়ক হয়েছি, তখন থেকেই আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এই মুহূর্তে আমার মনে হয়, একটি বিশ্বকাপ জয়ে আমি এখনও অবদান রাখতে পারি। এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।'
মরগানের নেতৃত্বে বর্তমানে নেদারল্যান্ডসের মাটিতে তাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড।