promotional_ad

৫০০ রানের রেকর্ডও নিজেদের করে নিতে চায় ইংল্যান্ড

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস

১৫ মে ২৫
জস বাটলার (বামে) ও কুশল মেন্ডিস (ডানে), ফাইল ফটো

ফিল সল্টের সেঞ্চুরিতে শুরু, এরপর সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড মালান ও জস বাটলার। শেষ দিকে ঝেড়া ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন লিয়াম লিভিংস্টোন। নেদারল্যান্ডসের বোলারদের এলোমেলো বোলিংয়ের পুরো ফায়দা লুটেছে ইংল্যান্ড। তাতেই ৫০ ওভারের ৪৯৮ রান তুলে বিশ্বরেকর্ড গড়ে ইয়ন মরগানের দল।


মাত্র ২ রানের জন্য প্রথম দল হিসেবে ৫০০ রান করার কীর্তি হাতছাড়া করলেও এখনই হাল ছাড়তে চায় না ইংল্যান্ড। বিশ্বরেকর্ডের ম্যাচের পর বাটলার জানিয়েছেন, ৫০০ রান করার চেষ্টা চালিয়ে যাবেন তারা। ৫০০ রান করা কঠিন হলেও সেটি অর্জনের চেষ্টা করবেন এবং সেটার জন্য প্রয়োজন হিসেবে দেখছেন ছোট মাঠ।


promotional_ad

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বাটলার বলেন, ‘আমরা এর আগে একবার কাছাকাছি এসেছিলাম। দলের মাঝে বার্তা ছিল বাউন্ডারি মারার চেষ্টা করতে থাকো, দলকে এগিয়ে নিয়ে যাও এবং খেলাটিকে এগিয়ে নাও।’


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

দলীয় ৫০০ রান করতে ছোট মাঠ এবং ভালো উইকেটের প্রয়োজন মনে করছেন বাটলার। তিনি বলেন, ‘আমরা ৫০০ করার আগে ব্যাপারটি কি কেবলই সময়ের ব্যাপার? আমি ঠিক জানি না। আমরা এটি করার চেষ্টা চালিয়ে যাবো। এটি অর্জন করা কঠিন জিনিস। এটি ছোট মাঠের ভালো কোনো উইকেটে হতে পারে।’


এদিন শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন বাটলার। স্নেটারের স্লোয়ার ডেলিভারিতে লং অফ দিয়ে উড়িয়ে মেরে মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। এরপর দ্রুতই সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। ছক্কা মেরে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেন তিনি।


সেঞ্চুরির পর আরও আক্রমণাত্বক হয়ে উঠেন বাটলার। এদিন অল্পের জন্য ডি ভিলিয়ার্সের রেকর্ড নিজের করে নিতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ৬৪ বলে দেড়শ রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি। যেখানে ডি ভিলিয়ার্স দেড়শ ছুঁয়েছিলেন ৬৩ বলে। শেষ পর্যন্ত বাটলার অপরাজিত ছিলেন ১৬২ রানে।


এমন পারফরম্যান্সের পর বাটলারকে বর্তমান সময়ের বিশ্বসেরা সাদা বলের ক্রিকেটার আখ্যা দিয়ে মরগান বলেন, ‘জস (বাটলার) তার নিজের মতো করে খেলেছে। যা সে গত এক বা দুই বছর ধরে করে আসছে। এটি দেখতে পারা দারুণ ব্যাপার। এটি এমন কিছু যা দেখতে আপনি ক্লান্ত হবেন না। এটি সত্যিই দারুণ। এই কারণেই হয়তো সে এই মুহূর্তে সাদা বলে বিশ্বের সেরা ক্রিকেটার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball