promotional_ad

পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ইয়াসির শাহ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২০ ঘন্টা আগে
নাহিদ রানা

পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ খেলার সময় গত বছর বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ইয়াসির শাহ। যে কারণে ছিলেন না বাংলাদেশ সফর ও ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে। তবে চোট কাটিয়ে আবারও টেস্ট দলে ফিরেছেন ডানহাতি এই লেগস্পিনার।


শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফেরানো হয়েছে ইয়াসিরকে। সর্বশেষ ২০২১ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।


promotional_ad

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের সময় ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। শ্রীলঙ্কার বিপক্ষে ফেরানো হয়েছে এই স্পিন বোলিং অলরাউন্ডারকেও। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ হাজার ২২৪ রান ও ৮৮ উইকেট নেয়া সালমান আলী আঘাকেও স্কোয়াডে রাখা হয়েছে। 


লঙ্কানদের বিপক্ষে তিন ওপেনারের সঙ্গে স্কোয়াডে রাখা হয়েছে চার মিডল অর্ডার ব্যাটার, তিন অলরাউন্ডার, দুই উইকেটকিপার ব্যাটার, দুই স্পিনার এবং চার পেসার। লঙ্কা দ্বীপে বাবর আজমের সহ অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ রিজওয়ান।


জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান। ২০১৫ সালের পর এটিই পাকিস্তানের প্রথম শ্রীলঙ্কা সফর। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৬ জুলাই। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২৪ জুলাই কলম্বোর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 


৬ জুলাই শ্রীলঙ্কায় পা রাখার পর একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচটি শুরু হবে ১১ জুলাই থেকে। পুরো সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের অংশ।


পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নওমান আলী, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, সোধ সাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং ইয়াসির শাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball