promotional_ad

টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে চান ম্যাককালাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি

১ মে ২৫
ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে খোশগল্পে মেতেছেন টিম সাউদি, ফাইল ছবি

কয়েক সপ্তাহ আগেই ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। কোচ হিসেবে নিজের অভিষেক সিরিজেই বাজিমাত করেছেন এই কিউই। নিউজিল্যান্ডের বিপক্ষে নটিংহামে প্রায় ড্র হতে যাওয়া টেস্ট জিতে ইংল্যান্ড দেখিয়েছে সাদা পোশাকের ক্রিকেটও কতটা রোমাঞ্চকর হতে পারে। যেখানে মাস্টারমাইন্ড হিসেবে ইংলিশদের ড্রেসিংরুমে ছিলেন ম্যাককালাম। তার চাওয়া, টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তোলা।


ম্যাককালাম ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার আগে নিজেদের সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ড জয় পেয়েছিল মাত্র একটি ম্যাচে। সাদা পোশাকের ক্রিকেটে ইংলিশরা কতটা বাজে ফর্মে ছিল তা বোঝাতে এই পরিসংখ্যান বোধ হয় যথেষ্ট। এরপর ইংল্যান্ডের টেস্ট দলটাকে ঢেলে সাজানো হয়।


promotional_ad

তারই ধারাবাহিকতায় ইংলিশরা ফিরেছে দুই কোচ তত্ত্বে। যেখানে ম্যাকাকালামের দায়িত্বে থাকবেন সাদা পোশাকের দলের ক্রিকেটাররা। এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন তিনি। এবার তিনি টেস্ট ক্রিকেটকে আরও দর্শকপ্রিয় করে তুলতে চান। 


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

৯ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

ম্যাককালাম বলেন, 'খেলাটি প্রায় ১০০ বছর ধরে চলছে এবং এটি দুর্দান্ত। কিন্তু এখন সময় পাল্টেছে, মানুষ খুব দ্রুত এবং সঙ্গে সঙ্গে ফলাফল চায়। কিছু দেশে টেস্ট ক্রিকেট আগের মতো গুরুত্বপূর্ণ নাও হতে পারে। টেস্ট ক্রিকেট যে এখনও আকর্ষণীয় এবং মানুষ এটি দেখতে চায় তা নিশ্চিত করার চেষ্টা করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।'


ম্যাককালাম সাদা পোশাকের দায়িত্ব নেয়ার পর থেকে এখনও অপরাজিত ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে প্রথম দুই টেস্টের দুইটাতেই জিতেছে বেন স্টোকসের দল। ম্যাককালাম মনে করেন, একজন কোচ হিসেবে দলের কাছে এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না।


তিনি বলেন, 'গত দুটি টেস্ট ম্যাচে আমরা যা পেয়েছি, তার চেয়ে বেশি কিছু ড্রেসিংরুমের জন্য আমি চাইতে পারতাম না। তবে এর অনেকটাই অধিনায়কের উপর নির্ভর করে, তার চিন্তা এবং ভাবনাগুলো অনেকটা আমার মতোই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball