নেতৃত্ব স্টোকসের ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেছে: ম্যাককালাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি
১ মে ২৫
দলকে ২০১৯ বিশ্বকাপের ফাইনাল জেতানো এবং একই বছরের অ্যাশেজে একক আধিপত্যে হেডিংলি টেস্ট জেতানো বেন স্টোকসের আগ্রাসী মনোভাব নিয়ে নতুন করে বলার নেই কিছুই। টেস্টে ইংল্যান্ড ক্রিকেটের ক্রান্তিলগ্নে এই স্টোকসকেই নেতৃত্ব দেয়াটাই অন্যতম সেরা সিদ্ধান্ত বলে মনে করছেন ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ডের টেস্ট দলের কোচ মনে করেন, স্টোকসের ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানিয়ে গেছে তার নেতৃত্ব।
জো রুটের নেতৃত্বের শেষ ভাগে যখন মুখ থুবড়ে পড়েছিল ইংল্যান্ড, তখন নতুন অধিনায়ক স্টোকসের আবির্ভাব। কোচ ক্রিস সিলভারউডের জায়গায় আসেন আগ্রাসী চিন্তাধারার আরেক মূর্ত প্রতীক ম্যাককালাম।

রুটের অধিনায়কত্বের শেষ ১৭ ম্যাচে মাত্র একটিতে জিতেছিল ইংল্যান্ড। আর নতুন অধিনায়ক ও কোচের জুটিতে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলে দুটিতেই জিতেছে ইংলিশরা। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট জয়ের পর ঐতিহাসিক এক আগ্রাসী ভঙ্গিমায় নটিংহামেও জেতে ইংল্যান্ড।
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
২১ মে ২৫
ইংল্যান্ডের পালাবদলের এই যাত্রায় এবার অধিনায়ক স্টোকসের প্রশংসা করলেন কোচ ম্যাককালাম, 'স্টোকস তার ক্যারিয়ারে এখন যেখানে আছে, অধিনায়ক হিসেবে তার আকাঙ্ক্ষা ও দলকে সে যেখানে দেখতে চায়, আমার মনে হয় সবকিছু খুব সুন্দরভাবে তার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেছে। আমার সঙ্গেও মিলেছে। আমি মনে করি, আমাদের দুই জনেরই এই অনুপ্রেরণা আছে যে, আমাদেরকে দেওয়া দলের যেখানে উন্নতি প্রয়োজন সেটা করার চেষ্টা করব।'
'এটা বুঝতে পারছি যে, আমরা নিখুঁত নই। তবে আমি মনে করি, যখন নিজের মধ্যে সংশয় কাজ করে তখন একে অপরের সঙ্গে আলোচনা করা এবং বিপদের সম্মুখীন হওয়ার জন্য একে অপরকে অনুপ্রেরণা যোগাতে সক্ষম আমরা।'
নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে ইংল্যান্ড। হেডিংলি টেস্টেও আগ্রাসী ভঙ্গিমায় প্রথম দিন পার করেছে তারা। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ পাঁচ উইকেটে ২২৫ রান।