promotional_ad

ইংল্যান্ডের লড়াকু সংগ্রহ, উইকেট হারিয়ে বিপাকে কিউইরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

৯ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

হেডিংলি টেস্টে নিউজিল্যান্ডের করা ৩২৯ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৬০ রানে থেমেছে ইংল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নেমে বিপাকে কিউইরা। কেন উইলিয়ামসনের দল তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে করেছে পাঁচ উইকেটে ১৬৮ রান। লিড ১৩৭ রানের।


ছয় উইকেটে ২৬৪ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড তৃতীয় দিনের শুরুতে বেশ দেখেশুনেই খেলছিল। অভিষিক্ত ম্যাচেই সেঞ্চুরির পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলেন জেমি ওভারটন।


যদিও ভাগ্য খারাপ এই পেস বোলিং অলরাউন্ডারের। অভিষেক ম্যাচে সেঞ্চুরির উদযাপন করতে পারেননি তিনি। ব্যক্তিগত ৯৭ রানে ট্রেন্ট বোল্টের বলে ফিরে যান তিনি। ১৩৬ বলে খেলা এই ইনিংসে ছিল ১৩টি চার ও দুটি ছক্কার মার।


আগের দিনের সেঞ্চুরিয়ান জনি বেয়ারস্টোর সংগে তার জুটিটি ভাঙে স্কোরবোর্ডে ২৪১ রান তোলার পর। এরপর স্টুয়ার্ট ব্রডের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন বেয়ারস্টো। এই জুটিতে অবশ্য ৪২ রানের অবদান রাখেন ব্রড।


৩৬ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৪২ রান করে টিম সাউদির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপরের ওভারের প্রথম বলে ফিরে যান বেয়ারস্টো। মাইকেল ব্রেসওয়েলের বলে লং অফ অঞ্চলে বোল্টের অসাধারণ ক্যাচ ধরার মাধ্যমে বিদায় নেন ইংল্যান্ডের প্রথম ইনিংসের ত্রাণকর্তা।


promotional_ad

১৫৭ বলে ২৪টি চারে সাজানো ইনিংসটি ছিল ১৬২ রানের। এরপর ইংল্যান্ড আর বেশিদূর যেতে পারেনি। ৬৭ ওভারে ওভার প্রতি ৫.৩৭ রান তোলার মাধ্যমে মোট ৩৬০ রান সংগ্রহ করে তারা।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে কিউইরা। যদিও বেশিক্ষণ দুর্গ ধরে রাখতে পারেনি তারা। দলের অষ্টম ওভারে উইল ইয়ংকে ফেরান ম্যাথু পটস। ৮ রানে বিদায় নেন ইয়ং। এরপর ৯৭ রানের জুটি গড়েন টম লাথাম ও কেন উইলিয়ামসন।


এই জুটিতে আঘাত হানেন ওভারটন। ১০০ বলে ৭৬ রান করা লাথামকে বেয়ারস্টোর ক্যাচে বিদায় করেন তিনি। ডেভন কনওয়েও তেমন কিছু করতে পারেননি। ১১ রান করে জো রুটের বলে অলি পোপকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।


এর এক ওভার পর প্যাভিলিয়নের পথ ধরেন উইলিয়ামসনও। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা কিউই দলপতি একদিন একটুর জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন। ১১৫ বলে ৪৮ রান করে পটসের বলে বিদায় নেন তিনি।


প্রথম দুই টেস্টে এবং চলতি টেস্টের প্রথম ইনিংসে কিউইদের পথ দেখানো ড্যারিল মিচেল (৪*) ও টম ব্লান্ডেল (৫*) চতুর্থ দিন শুরু করবেন।


সংক্ষিপ্ত স্কোর-


নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩২৯/১০ (১১৭.৩ ওভার) (মিচেল ১০৯, ব্লান্ডেল ৫৫, সাউদি ৩৩; ব্রড ৩/৬২, লিচ ৫/১০০)।


ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ৩৬০/১০ (৬৭ ওভার) (বেয়ারস্টো ১৬২, জেমি ওভারটন ৯৭, ব্রড ৪২; বোল্ট ৪/১০৪, সাউদি ৩/১০০)।


নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ১৬৮/৫ (৫১.৫ ওভার) (লাথাম ৭৬, উইলিয়ামসন ৪৮; পটস ২/২০)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball