promotional_ad

মরগান বিশ্ব ক্রিকেটের একজন প্রভাবশালী চরিত্র: ম্যাককালাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি

১ মে ২৫
ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে খোশগল্পে মেতেছেন টিম সাউদি, ফাইল ছবি

এই সপ্তাহেই ইয়ন মরগান আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিতে পারেন বলে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম 'দ্যা গার্ডিয়ান'। এই খবর ছড়িয়ে পড়েছে সব জায়গায়। গত সোমবার (২৭ জুন) এমন সংবাদ প্রকাশের পর সেটা নিয়ে আলোচনা হয় ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার হেডিংলি টেস্ট শেষেও। এমন আলোচনায় মুখ খুলেছেন ব্রেন্ডন ম্যাককালাম। প্রিয় বন্ধু মরগানকে 'বিশ্ব ক্রিকেটের একজন প্রভাবশালী চরিত্র'ও বলেছেন ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ।


'দ্যা গার্ডিয়ানের' সেই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখনই পরিকল্পনা করবে ইংল্যান্ড। এই পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবেন অধিনায়ক। তাই নেতৃত্ব নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মরগান।


promotional_ad

মরগান নেতৃত্ব ছাড়লে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাবেন জস বাটলার অথবা মঈন আলী, এমনটাও লেখা আছে সেই প্রতিবেদনে। মরগানের এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন ম্যাককালাম। তার মতে, আধুনিক ক্রিকেটের অন্যতম রুপকার মরগান।


তার আগে ইংলিশ ক্রিকেটারদের মাঝে আক্রমণের বীজ বুনে দেয়ায় মরগানের প্রতি কৃতজ্ঞ ম্যাককালাম, ‘শুধু ইংলিশ ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেই সবচেয়ে প্রভাবশালী চরিত্রদের একজন হয়ে থাকবে সে। ইংল্যান্ডের অধিনায়কের পদ পেয়ে সে যে পদক্ষেপ নিয়েছে, যেভাবে সবার মানসিকতা বদলে দিয়েছে এবং যে ক্রিকেটটা খেলেছে—সবকিছুর জন্য।’


‘বিশ্বজুড়েই এর প্রভাব পড়েছে। সে একটা বিশ্বকাপও জিতেছে এবং এই ছেলেদের একটা দারুণ যাত্রার অংশ করেছে। আপনি যখন জস বাটলার, জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকসদের দেখবেন, তারা আন্তর্জাতিক ক্রিকেটের সুপারস্টার। তারা এমন খেলোয়াড় হতে পেরেছে ইয়ন মরগানের নেতৃত্বের কারণে।’


সময়টা ভালো যাচ্ছিলো না ইংল্যান্ডকে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো মরগানের। ওয়ানডেতে সর্বশেষ ৮ ইনিংসে মরগানের ফিফটি কেবল মাত্র একটি। যেখানে ৪০ পেরোনো ইনিংস দুইটি। আর টি-টোয়েন্টি ক্রিকেটে তার সর্বশেষ ১০ ইনিংসে ৩০ পেরোনো ইনিংস মাত্র একটি।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball