promotional_ad

অবসরের ঘোষণা দিলেন মরগান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত কয়েক মাস ধরে অফ ফর্মে আছেন ইয়ন মরগান। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। দুই ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি তিনি। সবমিলিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।


অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) অফিসিয়াল ওয়েব সাইটে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মরগান নিজেই।


promotional_ad

তিনি বলেছেন, 'অনেক চিন্তা-ভাবনা ও বিবেচনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের সবচেয়ে আনন্দদায়ক ও ফলপ্রসূ অধ্যায়কে বিদায় জানানোর সিদ্ধান্ত সহজ ছিল না। কিন্তু আমি মনে করি এটাই সঠিক সময়। ব্যক্তিগতভাবে আমি মনে করি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের জন্যই আমি আজকের এই অবস্থানে এসেছি।'


মরগান তার ১৬ টেস্টের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০১২ সালে। সাদা পোশাকে বেশি ম্যাচে খেলার সুযোগ না হলেও সীমিত ওভারের ক্রিকেটে লম্বা সময় ধরে খেলেছেন, দলকে নেতৃত্বও দিয়েছেন মরগান। ইংল্যান্ডের হয়ে ২২৫ ওয়ানডেতে ১৩টি শতকসহ ৬ হাজার ৯৫৭ রান মরগানের।


এ ছাড়া ১১৫ টি-টোয়েন্টিতে করেছেন ২ হাজার ৪৫৮ রান। ১৬ টেস্টে তার নামের পাশে রয়েছে ৭০০ রান। যার মধ্যে দুটি সেঞ্চুরিও রয়েছে তার। এমন বর্ণাঢ্য ক্যারিয়ারের পরও গত কিছুদিন ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না ইংলিশ অধিনায়কের।


তার খেলা সর্বশেষ ২৮ ম্যাচে হাফ সেঞ্চুরি এসেছে মাত্র দুটিতে। যার কারণে সমালোচনার মধ্যেও পড়তে হয়েছিল তাকে। সেই সমালোচনা মাথায় নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball