promotional_ad

ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস

১৫ মে ২৫
জস বাটলার (বামে) ও কুশল মেন্ডিস (ডানে), ফাইল ফটো

ইয়ন মরগানের অবসরের পর ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জস বাটলার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন বাটলার।


২০১৫ সালে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর সাদা বলের ক্রিকেটের ইংল্যান্ডকে পুরোপুরি বদলে দিয়েছেন মরগান। তার অধীনে ২০১৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপও জেতে ইংলিশরা। অধিনায়ক হিসেবে সাফল্যের চূড়ায় থাকলেও সর্বশেষ দেড় বছরে ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি মরগান।


promotional_ad

বাজে ফর্মের দায়ে শেষ পর্যন্ত অবসর নিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। মরগানের বিদায়ের পর ইংল্যান্ডের নতুন অধিনায়ক হচ্ছেন বাটলার কিংবা মঈন আলী। কদিন ধরেই এমন গুঞ্জন উড়ে বেড়াচ্ছিলো ইংলিশ গণমাধ্যমে। 


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

৯ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। বৃহস্পতিবার বাটলারকে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে ইসিবি। এর আগে ২০১৫ সাল থেকে মরগানের সহকারী অধিনায়ক হিসেবে ছিলেন বাটলার। জুলাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার। মরগানের কাছে থেকে নেতৃত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত বাটলার।


এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘আমি গত সাত বছরে ইয়ন মরগানকে তাঁর অসামান্য নেতৃত্বের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। এটি দলের প্রত্যেকের জন্য সবচেয়ে স্মরণীয় সময় ছিল। তিনি একজন অনুপ্রেরণাদায়ক নেতা ছিলেন, এবং তাঁর অধীনে খেলা দুর্দান্ত ছিল। তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ইয়নের কাছ থেকে দায়িত্ব নেওয়া একটি বড় সম্মানের, এবং তিনি যে জায়গায় ইংলিশ হোয়াইট-বল ক্রিকেট ছেড়েছেন তা উত্তেজনাপূর্ণ সময়, এবং আমি সামনের চ্যালেঞ্জগুলির জন্য অনুপ্রাণিত।‘


‘সাদা বলের স্কোয়াডগুলোতে দুর্দান্ত শক্তি রয়েছে এবং আমি আগামী সপ্তাহে ভারতের বিরুদ্ধে শুরু হওয়া সিরিজের জন্য দলগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য উন্মুখ এবং জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আপনার দেশের অধিনায়কত্ব করা সবচেয়ে বড় সম্মান, এবং যখন আমি অতীতে পা রাখার সুযোগ পেয়েছি, আমি এটি করতে পছন্দ করেছি। আমি এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball