promotional_ad

টেস্টে নিজের শেষ দেখে ফেলেছেন বাটলার?

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস

১৫ মে ২৫
জস বাটলার (বামে) ও কুশল মেন্ডিস (ডানে), ফাইল ফটো

সময়ের সঙ্গে সঙ্গে রঙিন পোশাকের ক্রিকেটে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন জস বাটলার। সম্প্রতি দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে। ইংলিশদের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হওয়ার পর বাটলার জানিয়েছেন, আপাতত টেস্ট খেলার ব্যাপারে ভাবনা নেই তার।


সংক্ষিপ্ত ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকলেও সাদা পোশাকের ক্রিকেটের বাটলারের ফর্মটা যেন যাচ্ছে তাই। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০ ইনিংসে হাফ সেঞ্চুরি মাত্র একটি। বেশিরভাগ সময় আউট হয়েছেন দুই অঙ্কের কোটা ছুঁয়েই। সর্বশেষ অ্যাশেজেও ছিলেন ব্যাট হাতে নিষ্প্রভ।


promotional_ad

অ্যাশেজে ৪ ম্যাচে ১৫.২৮ গড়ে বাটলার করেছিলেন মাত্র ১০৭ রান। ছিল না কোনো হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসটা ব্রিসবেনে, সিরিজের প্রথম টেস্টে। এমন পারফরম্যান্সের পর ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়েন বাটলার। ওয়েস্ট ইন্ডিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ইংলিশদের সাদা পোশাকের দলে ছিলেন না ডানহাতি এই ব্যাটার। 


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

এদিকে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর বাটলার জানিয়েছেন, আপাতত তার পূর্ণ মনোযোগ সংক্ষিপ্ত ফরম্যাটে। টেস্ট দলের প্রশংসা করা বাটলার মনে করেন, আপাতত সাদা পোশাকের দলে কারও ঢোকার প্রয়োজন নেই।


এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘আপাতত আমার ব্যাগে কোনো লাল বল নেই। আমি অ্যাশেজে ভালো করিনি। আমি এখন টেস্ট দলেরও অংশ নই। আমাদের টেস্ট দল এমনিতেই দুর্দান্ত খেলছে, আমার মনে হয় না দলে এখন কারও ঢোকা দরকার। আমার পূর্ণ মনোযোগ এখন সাদা বলের ক্রিকেটে।’


টেস্টের ব্যাপারে কেউ কথা বলতে না আসলে সেটা নিয়ে নিজে থেকে গিয়ে কথা বলার প্রয়োজনবোধ করছেন বাটলার। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জেই আমাকে পুরো সময় দিতে হবে।’


‘সাদা বলের ক্রিকেটেই এখন পূর্ণ মনোযোগ আমার, এটা নিয়েই আমি অনেক রোমাঞ্চিত। টেস্টের ব্যাপারে কেউ যদি আমার সঙ্গে কথা বলতে না আসে তাহলে এ নিয়ে কথা বলার প্রয়োজন দেখি না। টেস্ট নিয়ে আমার সঙ্গে কেউ এখনো কথা বলতে আসেনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball