promotional_ad

জাদেজার সেঞ্চুরির পর ব্যাটে-বলে ইংল্যান্ডকে চাপে ফেললেন বুমরাহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

ঋষভ পান্তের পর রবীন্দ্র জাদেজার অসাধারণ সেঞ্চুরিতে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ৪১৬ রানে থেমেছে ভারত। জবাবে পাঁচ উইকেটে ৮৪ রান করেছে ইংল্যান্ড। ব্যাট হাতে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান নেয়ার পর বল হাতে তিন উইকেট নিয়ে স্বাগতিকদের বিপাকে ফেলেছেন জসপ্রীত বুমরাহ। ৩৩২ রানে পিছিয়ে আছে বেন স্টোকসের দল।


ইংল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটের দেখা পান বুমরাহ। অ্যালেক্স লিসকে বোল্ড করে বিদায় করেন তিনি। ৯ বলে ৬ রান করে ফিরে যান লিস। এরপর ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে আরেক ওপেনার জ্যাক ক্রলিকে বিদায় করেন বুমরাহ।


promotional_ad

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের করা ফুল লেংথের বলটি ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ তুলে দেন ক্রলি। স্লিপে দাঁড়ানো শুভমান গিলও ভুল করেননি। ৯ রান করে বিদাউ নেন ক্রলি।


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

এরপর ইনিংসের ১১তম ওভারে আবারও আঘাত হানেন বুমরাহ। ১০ রান করা অলি পোপকে বিদায় করেন তিনি। বুমরাহর করা স্টাম্পের বাইরে বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে শ্রেয়াস আইয়ারের কাছে ক্যাচ তুলে দেন পোপ।


বুমরাহর পর ইংলিশ শিবিরে আঘাত হানেন মোহাম্মদ সিরাজ। ইনফর্ম জো রুটকে উইকেটরক্ষক পান্তের ক্যাচে বিদায় করেন তিনি। ৩১ রান করে বিদায় নেন রুট। তারপর নাইটওয়াচম্যান হিসেবে নামা জ্যাক লিচকে বিদায় করেন মোহাম্মদ শামি। বেয়ারস্টো ১২ এবং স্টোকস শুন্য রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।


এর আগে সাত উইকেটে ৩৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ভারত। ৮৩ রানে ব্যাটিং শুরু করা জাদেজা এ দিনও দাপটের সঙ্গে শুরু করেন। সেঞ্চুরিও তুলে নেন অনায়সে। সেঞ্চুরি করে অবশ্য বেশি সময় টিকতে পারেননি জাদেজা।


১০৪ রান করে জেমি অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে ফিরে যান এই অলরাউন্ডার। তার এই ইনিংসে ছিল ১৩টি চারের মার। শেষদিকে ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন বুমরাহ। ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কার মার। ৯৮ রানে পাঁচ উইকেট হারানো ভারত শেষ পর্যন্ত থামে ৪১৬ রান করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball