এখনই আয়ারল্যান্ডে যেতে পারছেন না স্যান্টনার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা
১১ মে ২৫
আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছেন মিচেল স্যান্টনার। ফলে আপাতত ওয়ানডে সিরিজের দলের সঙ্গে আয়ারল্যান্ডে যাওয়া হচ্ছে না এই স্পিন বোলিং অলরাউন্ডারের। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
রবিবার সন্ধ্যায় আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন মার্টিন গাপটিল-টম লাথামরা। আইরিশদের বিমান ধরার আগে শুক্রবার সকল ক্রিকেটারদের করোনা পরীক্ষা করায় এনজেডসি। সেখানেই তার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

এদিকে আয়ারল্যান্ডের পর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ খেলবে নিউজিল্যান্ড। যেখানে থাকছেন না কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ফলে তিনটি দলের সঙ্গেই টি-টোয়েন্টি ফরম্যাটে কিউইদের নেতৃত্ব দেবেন স্যান্টনার।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
বিশ্রাম দেয়া হয়েছে প্রধান কোচ গ্যারি স্টেডকেও। ফলে আসন্ন এই সিরিজগুলোতে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শেন জার্গেনসন। আগামী সপ্তাহে মূল্যায়ন শেষে স্যান্টনারের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত এই প্রধান কোচ।
জার্গেনসেন বললেন, ‘কোভিড একটি চ্যালেঞ্জ এবং ভবিষ্যতেও এটি থাকবে। আমরা মানিয়ে নেবো, সংক্রমণ সবসময় থাকবে। সে ভালো আছে। এই সপ্তাহের শেষ দিকে আমরা মূল্যায়ন করবো সে কোন অবস্থায় থাকে এবং কখন খেলার জন্য প্রস্তুত হতে পারবে, সেটার ভিত্তিতে আশা করি ক্যাম্পে তাকে পাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো।’