promotional_ad

এই মুহূর্তে রুট বিশ্বসেরা টেস্ট ব্যাটার: শেবাগ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম চার ম্যাচে তিন সেঞ্চুরি করেছিলেন জো রুট। এবার স্থগিত হওয়া এজবাস্টন টেস্টেও সেঞ্চুরি হাঁকালেন ইংল্যাডের সাবেক এই অধিনায়ক। চতুর্থ ইনিংসে তার এমন দুর্দান্ত ব্যাটিংয়ে রেকর্ড গড়ে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। একই সঙ্গে পিছিয়ে থাকা সিরিজে সমতা ফিরিয়েছে ইংলিশরা। রুট এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট ব্যাটার বলে মনে করেন বীরেন্দর শেবাগ। আর তাকে রান মেশিন বলে উল্লেখ্য করেছেন ইরফান পাঠান।


চলতি বছর সাদা পোশাকে ক্যারিয়ারের সেরা ফর্ম কাটাচ্ছে রুট। এরই মধ্যে তিনি ১০ হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁয়েছেন। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩৯৬ রান করেছেন তিনি। এই রান তোলার পথে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন রুট।


promotional_ad

কিউইদের বিপক্ষে লর্ডসে ১১৫ রানের ইনিংসের পর ট্রেন্ট ব্রিজে তার ব্যাট থেকে এসেছে ১৭৬ রানের দারুণ আরেকটি ইনিংস। আর এবার ভারতের বিপক্ষে স্থগিত হওয়া একমাত্র টেস্টেও তার এই ধারাবাহিকতা ধরে রেখেছেন। প্রথম ইনিংসে ৩১ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ১৪২ রান।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

তার এমন দুর্দান্ত সেঞ্চুরি সাদা পোশাকে ইংলিশদের রেকর্ড রানের লক্ষ্য তাড়ায় গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছে। শেবাগ টুইটারে লিখেন, 'এই সিরিজে রান মেশিন জো রুটের এটা চতুর্থ টেস্ট সেঞ্চুরি। বর্তমান সময়ে সে বিশ্বের সেরা টেস্ট ব্যাটার।' এদিকে ইরফান টুইটারে লিখেন, 'জো রুট সত্যিই রান মেশিন, দুর্দান্ত।'


এজবাস্টনে ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল ইংল্যান্ড। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১১৯ রান। এমন সমীকরণ থেকে অশজেই ম্যাচ বের করে নেন রুট এবং জনি বেয়ারস্ট্রো। আগের দিন ৭২ রানে অপরাজিত থাকা বেয়ারস্টো করেছন অপরাজিত ১১৪ রান। আর জো রুট ম্যাচ শেষ করে এসেছেন অপরাজিত ১৪২ রান নিয়ে।


এই দুজনের চতুর্থ উইকেটের জুটি অবিচ্ছিন্ন ছিল ২৬৯ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে চতুর্থ উইকেটে এতো রানের জুটি নেই আর একটিও। রুটের ব্যাটিংয়ের প্রশংসা করে মাইকেল ভন টুইটারে লিখেন, 'সে (রুট) দিন দিন ভালো থেকে আরও ভালো হচ্ছে। ইংল্যান্ডের এই তারকার জন্য এটা দারুণ ব্যাপার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball