স্মিথ-ল্যাবুশেনের সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
১২ মার্চ ২৫
লম্বা সময় ধরেই সেঞ্চুরি খরায় ভুগছিলেন স্টিভ স্মিথ। অবশেষে ১৭ মাসের সেই খরা কাটিয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। গলে শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। স্মিথের সঙ্গে সেঞ্চুরি করেছেন মার্নাশ ল্যাবুশেনও। তাদের দুজনের সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্যাট কামিন্সের দল। ইনিংসের পঞ্চম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। কাসুন রাজিথার ওবেল সিম ডেলিভারিতে বোল্ড হয়েছেন ডেভিড ওয়ার্নার। প্রথম টেস্টের মতো এবারও ব্যর্থ হয়েছেন তিনি। রাজিথার বলে বোল্ড হওয়ার আগে করেছিলেন মাত্র ৫ রান।

এরপর ল্যাবুশনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন উসমান খাওয়াজা। জুটি পঞ্চাশ পেরোতেই সাজঘরে ফেরেন খাওয়াজা। রমেশ মেন্ডিসের মিডল অ্যান্ড অব স্টাম্পের বলে ব্যাক ফুট ডিফেন্স করতে গিয়ে বোল্ড হয়েছেন বাঁহাতি এই ওপেনার। দারুণ ব্যাটিং করতে থাকা আউট হয়েছেন ৩৭ রানে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
খাওয়াজা ফেরার পর অস্ট্রেলিয়ার হাল ধরেন ল্যাবুশেন ও স্মিথ। দুর্দান্ত ব্যাটিংয়ে ৮৪ বলে হাফ সেঞ্চুরি পান ল্যাবুশেন। আরেক ব্যাটার স্মিথ হাফ সেঞ্চুরি পেয়েছেন ৯৮ বলে। স্মিথের সঙ্গে শতরানের জুটি গড়ার সঙ্গে সেঞ্চুরিও পেয়েছেন ল্যাবুশেন। ১৪৭ বলে ছুঁয়েছেন তিন অঙ্কের কোটা।
সেঞ্চুরির পরই অবশ্য ফিরেছেন ল্যাবুশেন। প্রবাথ জয়াসুরিয়ার বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন ডানহাতি এই ব্যাটার। সাজঘরে ফেরেন ১০৪ রানের ইনিংস খেলে। শেষ বিকেলে ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিন দ্রুত ফিরলেও সেঞ্চুরি তুলে নেন স্মিথ।
সেঞ্চুরি পেতে ডানহাতি এই ব্যাটার খেলেছেন ১৯৩ বল। প্রথম দিন শেষে অপরাজিত রয়েছেন ১০৯ রানে। এদিকে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৯৮ রান। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নিয়েছেন জয়াসুরিয়া।