সূর্যকুমারের সেঞ্চুরি ম্লান করে ইংল্যান্ডের সান্ত্বনার জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ১৭ রানে হারিয়ে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে তারা ২১৫ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছিল। যদিও সূর্যকুমার যাদবের সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে লক্ষ্যের খুব কাছে গিয়েও হারতে হয়েছে ভারতকে।
নতুন অধিনায়ক জস বাটলারের অধীনে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের শুরুটা ভালো হয়নি। প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। মাথার ওপর ঝুলছিল হোয়াইটওয়াশের শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

ইংল্যান্ডের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। তারা ৩১ রান তুলতেই উপরের সারির তিন ব্যাটারকে হারায়। সাজঘরে ফিরে যান ঋষভ পান্ত, বিরাট কোহলি ও রোহিত শর্মা। এমন অবস্থায় শ্রেয়াস আইয়ারকে নিয়ে চতুর্থ উইকেটে ১১৯ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে ফেরান সূর্যকুমার।
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
১৪ ঘন্টা আগে
এই দুজনে তার তুলেছেন ঝড়ের গতিতে। একপ্রান্তে ২৩ বলে ২৮ রান করেন শ্রেয়াস। যদিও অন্যপ্রান্তে চার ছক্কার ফুলঝুরিতে সূর্যকুমার ৫৫ বলে ১১৭ রানের ইনিংস খেলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এর আগে কোনো সেঞ্চুরির স্বাদ পাননি সূর্যকুমার। ইংল্যান্ডের বিপক্ষে সেই অপূর্ণতা ঘুচিয়েছেন।
এই দুজন ফেরার পর আর কেউ থিতু হতে না পারলে ভারতের ইনিংস থামে ৯ উইকেটে ১৯৮ রানে। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রিস টপলি। আর দুটি করে উইকেট পেয়েছেন ডেভিড উইলি, ক্রিস জর্ডান। একটি করে উইকেট গেছে রিচার্ড গ্লেসন ও মঈন আলীর ঝুলিতে।
এর আগে ডেভিড মালানের ৩৯ বলে ৭৭ আর লিয়াম লিভিংস্টোনের অপরাজিত ৪২ রানে ভর করে ৭ উইকেটে ২৪২ রানের পুঁজি নিশ্চিত করে ইংল্যান্ড। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন হার্শাল প্যাটেল ও রবি বিষ্ণই। একটি করে উইকেট পেয়েছেন আভেষ খান ও উমরান মালিক।