promotional_ad

এশিয়া কাপ আয়োজনে ‘আত্মবিশ্বাসী’ শ্রীলঙ্কা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

শ্রীলঙ্কায় চলছে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়। উত্তাল শ্রীলঙ্কার জনগণ নেমে পড়েছে গণবিক্ষোভেও। এমন অবস্থায় এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেয়ার গুঞ্জন ছিল। সেক্ষেত্রে বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন অনেকে। যদিও সেই সম্ভাবনা খানিকটা ক্ষীণ।


আর্থিক সঙ্কটে ডুবে থাকলেও ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন ‘আত্মবিশ্বাসী’ শ্রীলঙ্কা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ সফলভাবে শেষ করায় বাড়তি সাহস পাচ্ছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)। এদিকে দেশটির ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা জানিয়েছেন, ভেন্যু সরিয়ে নিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কোনো চাপ দিচ্ছে ‘না’।


promotional_ad

এ প্রসঙ্গে মোহন ডি সিলভা বলেন, ‘আমরা শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট আয়োজনের ব‍্যাপারে খুব আত্মবিশ্বাসী। আমরা মাত্রই দেশের মাটিতে সিরিজ খেললাম, যেখানে গলে দুটি টেস্ট ছিল। দেশে এখন পাকিস্তান আছে।’


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় পর্দা উঠছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। সে কথা মাথায় রেখেই এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূলত এই আসরটি হওয়ার কথা ছিল ২০২০ সালের সেপ্টেম্বরে। 


যদিও সে বছরের জুলাইয়ে আসরটি স্থগিত করা হয় করোনা পরিস্থিতির কারণে। এরপর তা পিছিয়ে নেয়া হয় ২০২১ সালের জুনে। দ্বিতীয় দফায় টুর্নামেন্টটি স্থগিত করে নতুন সূচি ঘোষণা করা হয় চলতি বছরের আগস্টে।


আয়োজক শ্রীলঙ্কা ছাড়াও এশিয়া কাপে অংশ নেবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ। এ ছাড়া আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকং এশিয়া কাপের বাছাই পর্বে অংশ নেবে। এখান থেকে মূল আসরে জায়গা পাবে একটি দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball