promotional_ad

৭১৯ রানের ম্যাচে এক রানে হারল আয়ারল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড

২০ মে ২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না ক্রেইগ ইয়ংয়ের

লক্ষ্য ৩৬১। দুই সেঞ্চুরিতেও সেই লক্ষ্য তাড়া করতে পারল না আয়ারল্যান্ড। শেষ বলে যখন ৩ রানের প্রয়োজন, তখন এক রান পেয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। মাত্র এক রানে জিতে আইরিশদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক অ্যান্ডি বালবির্নির উইকেট হারায় আইরিশরা। ব্যক্তিগত ২৬ রানে ফিরে যান অ্যান্ডি ম্যাকব্রাইন। তারপর ১৭৯ রানের জুটি গড়েন ম্যাচের দুই সেঞ্চুরিয়ান পল স্টার্লিং এবং হ্যারি টেক্টর।


১০৩ বলে ১২০ রান করে ম্যাট হেনরির বলে ফিরে যান স্টার্লিং। ইনিংসে ছিল ১৪টি চার ও পাঁচটি ছক্কার মার। বাকি সময়ে গ্যারেথ ডিলানি, লরকান টাকারদের সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান টেক্টর। কিন্তু জয় এনে দিতে পারেননি তিনি।


promotional_ad

১০৬ বলে ১০৮ রান করে মিচেল সান্টনারের বলে বোল্ড হয়ে ফেরেন টেক্টর। ডিলানি ১৬ বলে ২২, টাকার ১৫ বলে ১৪ ও শেষদিকে জর্জ ডকরেল ১৭ বলে ২২ রান করে ম্যাচ জমিয়ে রাখেন।


আরো পড়ুন

ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ নিউজিল্যান্ডের সাউদি

১৫ মে ২৫
ইংল্যান্ডের স্পেশাল স্কিলস কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন টিম সাউদি, ইসিবি

কিউইদের হয়ে ৬৮ রান খরচায় চার উইকেট নেন হেনরি। তিনটি উইকেট নেন সান্টনার।


এর আগে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩৬০ রান করে নিউজিল্যান্ড। ১২৬ বলে ১৫টি চার ও দুটি ছক্কায় ১১৫ রান করেন মার্টিন গাপটিল। ৫৪ বলে ৭৯ রান করেন হেনরি নিকোলস।


এ ছাড়া গ্লেন ফিলিপস ৩০ বলে ৪৭, ফিন অ্যালেন ২৮ বলে ৩৩ ও ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম ২৬ বলে ৩০ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে ৮৪ রান খরচায় দুই উইকেট নেন জস লিটেল।


সংক্ষিপ্ত স্কোর-


নিউজিল্যান্ড- ৩৬০/৬ (৫০ ওভার) (গাপটিল ১১৫, নিকোলস ৭৯, ফিলিপস ৪৭; লিটল ২/৮৪)।
আয়ারল্যান্ড- ৩৫৯/৯ (৫০ ওভার) (স্টার্লিং ১২০, টেক্টর ১০৮; হেনরি ৪/৬৮, সান্টনার ৩/৭১)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball