জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে কামিন্স, ফিরলেন জাম্পা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
২০২০ সালের ডিসেম্বরের পর এই প্রথম ঘরের মাঠে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি ওয়ানডে সিরিজ খেলবে অ্যারন ফিঞ্চের দল। এই দুটি সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিশ্রাম পেয়েছেন দলটির ফাস্ট বোলার প্যাট কামিন্স।
মূলত গ্রীষ্মের ব্যস্ত মৌসুমের কথা মাথায় রেখে টেস্ট দলপতি কামিন্সকে বিশ্রাম দিয়েছে সিএ। কয়েকমাস পরই দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। তারপর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরের মাঠে পাঁচটি টেস্ট খেলবে তারা।
এরপর চার টেস্ট খেলার জন্য ভারত সফর করবে অজিরা। এমন ব্যস্ত সূচি মাথায় রেখেই কামিন্সকে বিশ্রামে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। তার পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ফিরছেন শন অ্যাবট। কিছুদিন আগে শ্রীলঙ্কা সফরে নেট অনুশীলনের সময় আঙুলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি।

আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এই দুই সিরিজের জন্য ঘোষিত দলে ফিরেছেন অ্যাডাম জাম্পা। এই লেগ-স্পিনার পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দলে ফিরছেন। সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে পুরো শ্রীলঙ্কা সিরিজে ছুটিতে ছিলেন জাম্পা।
আইপিএলে খেলতে ভারতে ফিরছেন কামিন্স-হেড
১৩ মে ২৫
এছাড়া চোটে পড়ে শ্রীলঙ্কা সফর শেষ করা অলরাউন্ডার মার্কাস স্টইনিসও ফিরছেন আসন্ন দুটি সিরিজে। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি অ্যাস্টন অ্যাগার। এই দুই সিরিজে ফিরছেন তিনিও।
এছাড়া শ্রীলঙ্কা সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জস ইংলিস, মিচেল সোয়েপসন, ম্যাথু কুনেমান ও ঝাই রিচার্ডসন। আগস্ট-সেপ্টেম্বরে পিতৃত্বকালীন ছুটি চেয়েছেন ট্রাভিস হেড। এই দুই সিরিজে থাকছেন না তিনিও।
জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ ও ৩১ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচই হবে টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে। তারপর কেয়ার্নসের ক্যাজালিস স্টেডিয়ামে ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শন অ্যাবট, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস, জস হ্যাজেলউড, মার্নাস ল্যাবুশেন, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাস্টন অ্যাগার।