কিউইদের এগিয়ে নিলেন ফিলিপস-ফার্গুসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড
২০ মে ২৫
বেলফাস্টে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথমে গ্লেন ফিলিপসের ক্যামিও ও পরবর্তীতে লকি ফার্গুসনের অসাধারণ বোলিংয়ে সহজেই এই জয় তুলে নিয়েছে কিউইরা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৩ রান করে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন ফিলিপস। ৫২ বলে খেলা অপরাজিত এই ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কার মার।
এ ছাড়া শেষদিকে জেমস নিশাম ১৬ বলে ২৯, মাইকেল ব্রেসওয়েল ১৩ বলে ২১ ও শুরুর ভাগে মার্টিন গাপটিল ১২ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। কিউইদের ইনিংসে এই চার ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

আয়ারল্যান্ডের হয়ে এ দিন ৩৫ রান খরচায় চার উইকেট নেন জস লিটল। এ ছাড়া মার্ক অ্যাডায়ার নেন ৪৯ রান খরচায় দুই উইকেট।
ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ নিউজিল্যান্ডের সাউদি
১৫ মে ২৫
লক্ষ্য তাড়া করতে নেমে তেমন সুবিধা করতে পারেননি আইরিশ ব্যাটাররা। ১৮.২ ওভারে মাত্র ১৪২ রানেই অলআউট হয়েছে তারা। দলীয় সর্বোচ্চ ২৯ রান আসে কার্টিস ক্যাম্পারের ব্যাটে। অ্যাডায়ার করেন ২৫ রান।
নিউজিল্যান্ডের হয়ে মাত্র ৩.২ ওভার বোলিং করে ১৪ রান খরচায় চার উইকেট তুলে নেন ফার্গুসন। দুটি করে উইকেট নেন নিশাম ও মিচেল সান্টনার। অসাধারণ ইনিংস খেলে নিউজিল্যান্ডের জয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ফিলিপস।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড- ১৭৩/৮ (২০ ওভার) (ফিলিপস ৬৯*, নিশাম ২৯; লিটল ৪/৩৫)।
আয়ারল্যান্ড- ১৪২/১০ (১৮.২ ওভার) (ক্যাম্পার ২৯; ফার্গুসন ৪/১৪, নিশাম ২/১৯)।