ক্রিকেটাররা গাড়ি নয় যে জ্বালানি দিলেই চলবে: স্টোকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
২১ মে ২৫
চেষ্টার লি স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলার পর বেন স্টোকস আবারও মনে করিয়ে দিলেন, 'ক্রিকেটাররা কোনো মোটরগাড়ি নয়, জ্বালানি (পেট্রোল) দিলেই তারা চলবে না'।
মূলত ওয়ানডে ক্রিকেটে নিজের শতভাগ দিতে পারছেন না বলে দিন দুয়েক আগে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিই ছিল তার শেষ ম্যাচ।

তবে স্টোকসের বিদায়ী পোস্টের কথা থেকে বোঝা যায় তিন ফরম্যাটে একটানা ক্রিকেট খেলতে খেলতে কতোটা অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। এমনকি বিদায়ী ম্যাচও রাঙাতে পারেননি ইংলিশ এই অলরাউন্ডার। ব্যাট হাতে ১১ বল খেলে করেন পাঁচ রান। তার আগে বোলিংয়ে পাঁচ ওভার করে খরচ করেন ৪৪ রান।
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
১৪ ঘন্টা আগে
ম্যাচ শেষে স্টোকস বলেন, 'আমরা গাড়ি নই। ব্যাপারটা এমন নয় যে আমরা কোথাও যাবো আর জ্বালানি নিয়ে চলে আসব। আমরা টেস্ট সিরিজ খেলেছি, একই সময়ে ওয়ানডে সিরিজও খেলেছে আরেকটি দল। এটা বেশ দৃষ্টিকটু।'
'যত বেশি ক্রিকেট ম্যাচ হবে, সেটা খেলার জন্যেই ভালো। তবে সর্বোচ্চ মানের দিকে নজর রাখতে হবে। আপনি সবসময় চাইবেন আপনার সেরা ক্রিকেটাররাই খেলুক। আমার মনে হয়, তিন ফরম্যাটে খেলতে থাকা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।'
ইংল্যান্ডের হয়ে মোট ১০৫টি ওয়ানডে খেলেছেন স্টোকস। এই সংস্করণে ব্যাট হাতে তিন সেঞ্চুরিসহ দুই হাজার ৯২৪ রান করার পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন ৭৪ উইকেট। এর মধ্যে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে অপরাজিত ৮৪ রানের ইনিংসে ইংল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন স্টোকস।