সাউথ আফ্রিকার লিগের নিলামে বাটলার-লিভিংস্টোনরা

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস
১৫ মে ২৫
কদিন আগে বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন লিয়াম লিভিংস্টোন। বিগ ব্যাশের পর সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও নাম দিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। লিভিংস্টোনের সঙ্গে নিলামে নিবন্ধন করেছেন জস বাটলার, মঈন আলী এবং জেসন হোল্ডার।
এখন পর্যন্ত টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে আগামী বছরের ১১ জানুয়ারি পর্দা উঠতে পারে সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের। যার ফাইনাল অনুষ্ঠিত হবে পারে ১২ ফেব্রুয়ারি। সূচিতে খানিকটা পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন ক্রিকইনফো।

প্রায় একই সময়ে অর্থাৎ ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে আরব আমিরাতের নতুন টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। সেখানেও আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির মালিকানা থাকা বিপাকে পড়তে হচ্ছে দল ও ক্রিকেটারদের। এদিকে বিগ ব্যাশে নাম লেখালেও পুরো মৌসুমে খেলবেন না লিভিংস্টোন।
‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’
২১ এপ্রিল ২৫
অস্ট্রেলিয়র জনপ্রিয় এই টুর্নামেন্টের প্রথমার্ধ খেলে সাউথ আফ্রিকার লিগে যোগ দেবেন এই ইংলিশ ক্রিকেটার। আরব আমিরাতে লিগে নাম লেখানোর কথা থাকলেও শেষ পর্যন্ত ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের সঙ্গে চুক্তি করেছে সিএসএ।
আইপিএলের আদলে নিলাম থেকে ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাবেন ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগে সাউথ আফ্রিকার একজন ক্রিকেটারকে সরাসরি দলে নিতে পারবেন তারা। এ ছাড়া সিএসএ’র সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মাঝেও নিলামের আগে নিজেদের দলে ভেড়াতে পারবেন ফ্র্যাঞ্চাইজিরা।
এখনও সর্বোচ্চ কত টাকা পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা সেটা চূড়ান্ত করে জানায়নি সাউথ আফ্রিকা। তবে ধারণা করা হচ্ছে শীর্ষ ক্রিকেটাররা সর্বোচ্চ ৩ লাখ ডলার পারিশ্রমিক পাবেন। এদিকে একাদশে সাত দেশি ক্রিকেটারের সঙ্গে ৪ বিদেশি ক্রিকেটার খেলাতে পারবেন দলগুলো।