লর্ডস টেস্টের আগেই ‘ফিট’ রাবাদাকে চান এলগার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
১৪ ঘন্টা আগে
গোড়ালিতে চোট পেয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা। এই সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে সাউথ আফ্রিকা। ইংল্যান্ড সিরিজের আগেই রাবাদাকে সম্পূর্ণ ফিট চান ডিন এলগার।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রাবাদাকে বিশ্রাম রাখা হয়। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই তাকে এই সিরিজে রাখা হয়নি। তারপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে মাঠে নামলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রাবাদা।

নিয়েছেন কেবল এক উইকেট। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তার বদলে খেলানো হয়েছিল এনরিখ নরকিয়াকে। এদিকে আর কিছুদিন পরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে প্রোটিয়ারা। সেখানে রাবাদাকে শতভাগ ফিট হিসেবে চান এলগার।
সাউথ আফ্রিকার অধিনায়ক বলেন, 'আমরা এখানে ক্যাম্প শুরু করার পরই সে বোলিং শুরু করে। অবশ্যই ওয়ার্কলোড একটা বড় ব্যাপার, সম্ভবত সবচেয়ে চিন্তার বিষয়। সে একটা টেস্ট ম্যাচ কীভাবে খেলতে পারে, দিনে কয় ওভার বোলিং করতে পারে এটা দেখার বিষয়।'
'এখন পর্যন্ত ফিট হতে যা দরকার সে সেটাই করছে। এখনও আমি হ্যাঁ বা না বলতে পারছি না, কেননা প্রথম টেস্ট শুরু হতে এখনও ৮-৯ বাকি আছে। তবে এই টেস্টের আগে আমরা তাকে ফিট হিসেবেই চাই।'
আগামী ১৭ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে লর্ডসে। ২৫ আগস্ট ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্ট এবং ৮ সেপ্টেম্বর দ্য ওভালে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।