টপ অর্ডারের অনবদ্য পারফরম্যান্সে আয়ারল্যান্ডের জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড
২০ মে ২৫
বেলফাস্টে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। টপ অর্ডারের অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সে ঘরের মাঠে এই জয় তুলে নিয়েছে আইরিশরা।
টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৮ রান তোলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন উসমান ঘনি। ৪২ বলে খেলা এই ইনিংসে ছিল ছয়টি চার এবং দুটি ছক্কার মার।
শেষদিকে ১৮ বলে অপরাজিত ২৯ রানের ক্যামিও খেলেন ইব্রাহিম জাদরান। এছাড়া রহমানুল্লাহ গুরবাজ ২২ বলে ২৬ এবং নজিবুল্লাহ জাদরান ১০ বলে ১৫ রান করেন।

আয়ারল্যান্ডের হয়ে ৩৪ রান খরচায় তিন উইকেট নেন ব্যারি ম্যাকার্থী। সাত রান খরচায় দুই উইকেট নেন জর্জ ডকরেল। এ ছাড়া একটি করে উইকেট নেন জস লিটল এবং গ্যারেথ ডিলানি।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬১ রান তোলে আইরিশরা। ২৯ বলে ৩১ রান করে ফিরে যান ওপেনার পল স্টার্লিং। তারপর ৬২ রানের জুটি গড়েন অ্যান্ডি বালবির্নি এবং লরকান টুকার।
এই দুটি জুটিই মূলত আয়ারল্যান্ডের জয়ের ভিত গড়ে দেয়। বালবির্নি এবং টুকার দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। ৩৮ বলে ৫১ রান করেন অধিনায়ক বালবির্নি, ৩২ বলে ৫০ আসে টুকারের ব্যাটে।
শেষদিকে ১৫ বলে অপরাজিত ২৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হ্যারি টেক্টর। পাঁচ বলে দশ রান করে তাকে সঙ্গ দেন ডকরেল। এক বল হাতে রেখে জয় পায় আইরিশরা। আফগানদের হয়ে একটি করে উইকেট নেন মুজিব উর রহমান, নাভিন উল হক এবং মোহাম্মদ নবি।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান- ১৬৮/৭ (২০ ওভার) (উসমান ৫৯, জাদরান ২৯*; ম্যাকার্থী ৩/৩৪)।
আয়ারল্যান্ড- ১৭১/৩ (১৯.৫ ওভার) (বালবির্নি ৫১, টুকার ৫০; মুজিব ১/২২)।