ধারাভাষ্য থেকে অবসরে ইয়ান চ্যাপেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
ধারাভাষ্যকে বিদায় বলছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং অভিজ্ঞ ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল। ধারাভাষ্যের ক্যারিয়ার শুরু করার প্রায় ৪৩ বছর পর চূড়ান্ত অবসরের চিন্তা করছেন এই অস্ট্রেলিয়ান।
তার অবসর ভাবনার সংবাদটি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড। এ ছাড়া ইংল্যান্ডের ডেইলি মেইল এবং দেশটির অন্যান্য শীর্ষস্থানীয় গণমাধ্যমও ধারাভাষ্য থেকে তার বিদায়ের কথা নিশ্চিত করেছে।

১৯৬৪ সাল থেকে ১৯৮০ পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলেছেন চ্যাপেল। দেশটির হয়ে ৭৫টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে খেলেন তিনি। টেস্টে করেন পাঁচ হাজার ৩৪৫ রান এবং ওয়ানডেতে তার ব্যাটে আসে ৬৭৩ রান।
অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়ার সৌভাগ্যও হয়েছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩০টি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে ১৯৮০ সালে ধারাভাষ্য দেয়া শুরু করেন এই অস্ট্রেলিয়ান।
১৯৮১ সালের দিকে চ্যানেল নাইনের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে চুক্তি করেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে এবিসিতে ক্রীড়া সাংবাদিকের ভূমিকায়ও দেখা যায় তাকে। একইসঙ্গে সেখানকার ধারাভাষ্যকারও ছিলেন তিনি।
ধারাভাষ্যকার থেকে বিদায়ের সাথে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর মিল খুঁজে পেয়ে চ্যাপেল বলেন, 'আমার ওই দিনের কথা মনে পড়ে, যখন আমি বুঝেছিলাম যথেষ্ট ক্রিকেট খেলে ফেলেছি। আমি ঘড়ির দিকে তাকালাম, সময়টা ছিল ৫টা ১১ মিনিট এবং ওই সময় ভাবলাম আমাকে বিদায় নিতে হবে।'