promotional_ad

ভারত সফরে অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ কন্ডিশন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

আগামী বছরের শুরুতে ভারত সফর করবে অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে ভারত। কারণ ঘরের মাঠ আর কন্ডিশন বাড়তি সুবিধা দেবে স্বাগতিকদের। তবে আইপিএলে বেশ কয়েকজন অজি ক্রিকেটার নিয়মিত খেলার কারণে তারাও এই কন্ডিশনে খেলে অভ্যস্ত। তাই এই সিরিজে অজিদেরও বেশ সম্ভাবনা দেখছেন গ্লেন ম্যাকগ্রা।


ভারতের মাটিতে খেলা সবশেষ ১৫ টেস্টে অজিদের জয় মোটে একটি। ভারতের মাটিতে তাদের এমন বিবর্ণ রেকর্ডই বলে দিচ্ছে এই সফর তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তবে উপমহাদেশের মাটিতে খেলা অস্ট্রেলিয়ার সবশেষ দুটি সিরিজ থেকে আশার আলো দেখছেন ম‍্যাকগ্রা।


promotional_ad

উপমহাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব হয়। তাই এখানে খেলতে এসে স্পিনারদের কাছে বড় পরীক্ষা দিতে হয় ব্যাটারদের। ম্যাকগ্রা মনে করেন, ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারলে এবং ব্যাটাররা দ্রুত উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারলে ভালো ফলাফল সম্ভব।


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

ম্যাকগ্রা বলেন, 'অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতে খেলা। ভালো পারফরম্যান্স করা এবং সিরিজ জেতা। আমরা খুবই ভাগ্যবান ছিলাম যে ২০০৪ সালে জিততে পেরেছিলাম। ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে, ব্যাটারদের টার্নিং উইকেটে মানিয়ে নেয়া জানতে হবে, বোলারদের শিখতে হবে এসব কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয়।'


এশিয়ায় সবশেষ দুই সফরে দারুণ পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। গত মার্চে পাকিস্তানের মাটিতে তিন টেস্টের সিরিজে স্বাগতিকদের হারিয়েছে অজিরা। বাবর আজমের দলকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরেও দারুণ লড়াই করেছে অজিরা। শেষ পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ১-১ এ সিরিজ ড্র করে তারা।


ম্যাকগ্রা বলেন, 'আমার মনে হয়, আইপিএলের কারণে অনেক ক্রিকেটার নিয়মিত এখানে (ভারতে) আসছে এবং এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা হচ্ছে। বর্তমান অস্ট্রেলিয়া দলের শ্রীলঙ্কা ও পাকিস্তানে করা পারফরম্যান্স থেকে স্পষ্ট, উপমহাদেশের উইকেটে কীভাবে খেলতে হয় তা তারা আরও ভালোভাবে বুঝতে শুরু করেছে। বলা হচ্ছে, ভারত এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার মনে হয়, তারা (অস্ট্রেলিয়া) এর জন্য প্রস্তুত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball