promotional_ad

বোল্টের সিদ্ধান্তকে সমর্থন জানালেন পন্টিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

নিউজিল্যান্ড জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। মূলত পরিবারকে আরও বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়াও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার ইচ্ছা থাকার কারণে জাতীয় দলের রাডার থেকে কিছুটা দূরে সরে গেলেন তিনি। বোল্টের এমন সিদ্ধান্তকে অনেকে নেতিবাচক হিসেবে দেখলেও বাঁহাতি এই পেসারকে সমর্থন জানিয়েছেন রিকি পন্টিং।


অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের মতে, ক্যারিয়ারের শেষের দিকে একজন ক্রিকেটারকে পরিবারের কথা ভাবাটা এবং তাদেরকে সময় দেয়াটা জরুরি। তাছাড়া ক্রিকেট ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে আর্থিক দিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়ায় দোষের কিছু দেখছেন না পন্টিং।


নিউজিল্যান্ড দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বোল্টের নাম সরিয়ে নেয়া প্রসঙ্গে পন্টিং বলেন, 'সে (বোল্ট) তার ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছে, তাকে এখন তার পরিবার এবং আর্থিক দিক সম্পর্কে আগের চেয়ে বেশি ভাবতে হবে।'

এর আগে বেশ কিছু দিন ধরেই বোর্ডের সঙ্গে এই সিদ্ধান্তের ব্যাপারে কথা বলেছেন বোল্ট। ৩৩ বছর বয়সী এই পেসারের চিন্তা-ভাবনাকে সম্মান জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। গত ১০ আগস্ট এক বিবৃতির মাধ্যমে বোল্টের সিদ্ধান্ত প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছে এনজেডসি।


promotional_ad

বোর্ডকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বোল্ট বলেন, ‘মূলত আমার স্ত্রী গার্ট ও তিন ছেলের জন্য এমন সিদ্ধান্ত নেয়া। পরিবার সবসময়ই আমার জন্য বড় অনুপ্রেরণা ছিল এবং তাদেরকে সবার আগে রাখি আমি। এখন আমরা নিজেদেরকে ক্রিকেট পরবর্তী জীবনের জন্য তৈরি করছি।’


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি বোল্ট। তবে জাতীয় দলে এখন থেকে বেছে বেছে খেলবেন তিনি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কারণে নিউজিল্যান্ডের দল গঠনের সময় অগ্রাধিকার পাবেন না বোল্ট-এমনটাও জানা আছে তার।


তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বোল্টকে বিবেচনায় রাখবে নিউজিল্যান্ড। এমনটা নিশ্চিত করেছেন এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball