promotional_ad

৯ বছর পর বিগ ব্যাশে ফিরছেন ওয়ার্নার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

বিগ ব্যাশে খেলতে চান না ডেভিড ওয়ার্নার। সেই সময়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলতে চান বাঁহাতি এই ওপেনার। টুর্নামেন্টটি খেলতে বিগ ব্যাশ থেকে ছুটিও চেয়েছেন তিনি। গত মাসে এমন খবর প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তবে সেই গুঞ্জন মিথ্যা প্রমাণিত করে দীর্ঘ ৯ বছর পর বিগ ব্যাশে ফিরছেন ডেভিড ওয়ার্নার।


অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের আগামী দুই আসরে খেলতে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছেন ওয়ার্নার। সবশেষ ২০১৩ সালে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশে খেলেছিলেন এ বাঁহাতি ওপেনার। অবশ্য এবারের আসরে দলটির হয়ে সবগুলো ম্যাচে খেলা হচ্ছে না তার।


promotional_ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের পর পাঁচটি ম্যাচ খেলবেন ওয়ার্নার। এরপর আবার চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারত সফরে করবেন তিনি। আগামী মৌসুমে কত ম্যাচ খেলবেন সেটি এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।


আরো পড়ুন

হোবার্ট হারিকেন্সের হয়েই জিএসএলে খেলতে চান রিশাদ

১৮ এপ্রিল ২৫
হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে রিশাদ হোসেন

প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে তিন লাখ চল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ২ কোটি টাকায় থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ার্নার। এই অর্থের একটি অংশ পরিশোধ করবে ফ্র্যাঞ্চাইজি, আর বাকিটা দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


এখন পর্যন্ত বিগ ব্যাশের মাত্র তিন আসরে খেলেছেন ওয়ার্নার। ২০১১ ও ২০১২ সালের আসরে তিনি ছিলেন সিডনি থান্ডার দলে। নিজের প্রথম আসরেই ৫১ বলে ১০২ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। পরে ২০১৩ সালের আসরে তিনি চলে যান সিডনি সিক্সার্সে।

ওয়ার্নার ছাড়াও বিগ ব্যাশে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ট্রাভিস হেড ও মার্নার লাবুশেন। তবে স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা বিগ ব্যাশে খেলার বদলে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে দুই সিরিজের মাঝের সময়টা বিশ্রাম করার জন্য বেছে নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball