ফ্লিনটফের দেখা বাজে জিনিসগুলোর একটি 'বাজবল তত্ত্ব'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
৯ ঘন্টা আগে
ব্রেন্ডন ম্যাককালাম হেড কোচ এবং বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর একেবারেই পাল্টে গেছে ইংল্যান্ড টেস্ট দলের চেহারা। সাম্প্রতিক সময়ে আগ্রাসী ক্রিকেট খেলে সফলতা পাচ্ছে ইংল্যান্ড। ম্যাককালামের ডাকনাম 'বাজ' এর সঙ্গে মিলিয়ে তাদের এই আগ্রাসী ক্রিকেটের নাম দেয়া হয়েছে 'বাজবল তত্ত্ব'। তবে এসব তত্ত্বে বিশ্বাস করতে চান না অ্যান্ড্রু ফ্লিনটফ। তার মতে, এটি তার দেখা সবচেয়ে খারাপ জিনিসগুলির মধ্যে একটি।
খেলোয়াড় হিসেবে শুরু থেকেই আক্রমণাত্বক দর্শনে বিশ্বাসী ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। কোচিং ক্যারিয়ারে এসেও বদলায়নি ম্যাককালামের দর্শন। এদিকে বেন স্টোকস বরাবরই লড়াকু মানসিকতার। আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন, কখনো হাল ছাড়েন না। আক্রমণাত্বক মানসিকতার এই দুজনকে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের দায়িত্ব দেয়ায় অনেকের মাঝে হিতে বিপরীত হওয়ার শঙ্কাও ছিল। তবে সব শঙ্কা দূর করে অভিষেক সিরিজেই বাজিমাত করেছেন তারা। অনেকের মতে, বাজিমাত করেছে 'বাজবল' তত্ত্ব।

নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে যাত্রা শুরু করেছেন স্টোকস-ম্যাককালাম জুটি। এই সিরিজে নতুন ব্র্যান্ডের এক ইংল্যান্ড দল দেখেছে ক্রিকেট বিশ্ব। মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব আর ড্রেসিংরুমে ম্যাককালামের মাস্টার মাইন্ড। সবমিলিয়ে এই সিরিজ দিয়ে নতুন যুগে পা রাখে ইংলিশদের টেস্ট ক্রিকেট। এরপর ঘরের মাঠে ভারতকে পাত্তায় দেয়নি ম্যাককালামের শিষ্যরা।
ম্যাককালাম-স্টোকস জুটি দায়িত্ব নেয়ার পর থেকে পাঁচটি টেস্টে খেলেছে ইংল্যান্ড। যেখানে চারটিতেই লক্ষ্য তাড়া করে জিতেছে ইংলিশরা। নিউজিল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২৭৭, ২৯৯ ও ২৯৬ রানের লক্ষ্য তাড়া করে জিতে ইংল্যান্ড। এরপর ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে লক্ষ্যটা আরও বেশি ছিল। ৩৭৮ রানের সেই লক্ষ্য তাড়া করে সহজেই জিতে ইংল্যান্ড।
'বাজবল তত্ত্ব' ইংলিশরা সফল হলেও এটাতে বিশ্বাস রাখতে চান না ফ্লিনটফ। তিনি বলেন, 'এটি (বাজবল তত্ত্ব) আমার শোনা সবচেয়ে খারাপ জিনিসগুলির মধ্যে একটি। আমি এতে আগ্রহী নই। তারা কেবল রোমাঞ্চকর ব্র্যান্ডের ক্রিকেট খেলছে যা সবাই দেখতে পছন্দ করে।'
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই হেরেছে ইংল্যান্ড। তবে চলমান দ্বিতীয় টেস্টে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ম্যাককালামের শিষ্যরা। এই টেস্টে তিন নম্বর দিনে ব্যাটিংয়ে করছে প্রটিয়ারা। তারা হাতে ৮ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে এখনও ২১২ রানে পিছিয়ে আছে।