promotional_ad

বাংলাদেশ প্রসঙ্গে শানাকার সঙ্গে একমত নন শ্রীলঙ্কার কোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাড়তি এক ম্যাচ খেলে আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

৯ ঘন্টা আগে
সিরিজ জয়ের উল্লাসে আরব আমিরাত, ফাইল ফটো

'আফগানিস্তান থেকেও বাংলাদেশ সহজ প্রতিপক্ষ'- দুদিন আগেই এমন মন্তব্য করেছিলেন দাসুন শানাকা। শ্রীলঙ্কার অধিনায়কের করা মন্তব্যের সঙ্গে একটুও একমত নন নাভিদ নওয়াজ। শ্রীলঙ্কার সহকারী কোচ উল্টো পিছিয়ে রাখছেন নিজেদের দেশের ক্রিকেটকেই!


এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ব্যাটে-বলে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। এই ম্যাচে ১০৫ রানে অল আউট হওয়ার পর ৮ উইকেটে হেরেছে লঙ্কানরা। 'বি' গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামী এক সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে এশিয়া কাপের আয়োজকরা।


promotional_ad

সুপার ফোর নিশ্চিত করতে হলে লঙ্কানদের সামনে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। এমন ম্যাচের আগেই বাংলাদেশকে রীতিমতো তাচ্ছিল্য করে মন্তব্য করেন শানাকা। যদিও এর সঙ্গে দ্বিমত পোষণ করেন নাভিদ।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী এই কোচ বলেন, 'এমন মন্তব‍্যের সঙ্গে একমত হওয়া কঠিন। বাংলাদেশ দলে অনেক প্রতিভা আছে। বাংলাদেশ টি-টোয়েন্টি নিয়মিত খেলে। বিপিএল নিয়মিত হচ্ছে, অনেক বছর ধরে এই টুর্নামেন্ট হচ্ছে। যেটা খেলোয়াড়দের আর্থিক ও ক্রিকেটীয় দক্ষতার দিক থেকে সমৃদ্ধ করেছে।'


'শ্রীলঙ্কা ততটা টি-টোয়েন্টি খেলে না। এখনও এটা নিয়ে তেমন একটা সংস্কৃতি গড়ে উঠেনি। তাই টেস্ট ও ওয়ানডে যতটা ভালো খেলে, টি-টোয়েন্টি ততটা নয়। লঙ্কা প্রিমিয়ার লিগের কেবল একটা আসর হয়েছে। এটা নিয়মিত হলে কয়েক বছরের মধ‍্যে শ্রীলঙ্কা দলও দাঁড়িয়ে যাবে।'


এর আগে শানাকা জানান, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে তার দলের জন্য। এমনকি বাংলাদেশের বোলিং আক্রমণে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ছাড়া আর কোনো বিশ্বমানের বোলার নেই বলেও জানান লঙ্কান অধিনায়ক।


শানাকা বলেন, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। আর বাংলাদেশ দলে (মুস্তাফিজুর রহমান) ফিজ খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এর বাইরে তাদের দলে সেভাবে আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball