promotional_ad

দলে বিশ্বমানের বোলার নেই, বিশ্বাস করেন না লঙ্কান স্পিন কোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাড়তি এক ম্যাচ খেলে আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

৮ ঘন্টা আগে
সিরিজ জয়ের উল্লাসে আরব আমিরাত, ফাইল ফটো

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের আর কোন বোলার নেই, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর এমন মন্তব্য করেছিলেন দাসুন শানাকা। শ্রীলঙ্কার অধিনায়কের এমন কথার জবাবে খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, লঙ্কান ডেরায় সাকিব-মুস্তফিজের মানের বোলারও নেই। এবার সুজনের এমন মন্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না পিয়াল ভিজেতুংগা। লঙ্কান স্পিন কোচ মনে করেন বিশ্বমানের বোলার ছাড়া কোনো দল আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলতে পারে না।


এশিয়া কাপ শুরুর আগে নাজিবউল্লাহ জাদরান জানিয়েছিলেন, বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা খানিকটা ভালো দল। তবে উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের রীতিমতো উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। এদিকে রশিদ খান- মোহাম্মদ নবিদের কাছে হারের পর বাংলাদেশকে বিস্ফোরক মন্তব্য করেন শানাকা। 


promotional_ad

যদিও লঙ্কান অধিনায়কের কথায় বিস্ময় প্রকাশ করেছেন দলটির সহকারী কোচ নাভিদ নওয়াজ। শানাকার এমন কথার পর মাঠের ক্রিকেটে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডারের পর একই আলোচনাতে জড়িয়েছেন সুজনও। 


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

অবশ্য সুজন কথার খেলায়ও ভালোভাবেই জবাব দিয়েছেন লঙ্কানদের। বাংলাদেশের টিম ডিরেক্টরের এমন মন্তব্য শোনার পর লঙ্কান্দের সহকারী কোচের জবাব, দলে বিশ্বমানের বোলার নেই এটার সঙ্গে তিনি একমত নন।


পিয়াল বলেন, 'এমন মন্তব্য (লঙ্কান বোলিং লাইনআপ নিয়ে সুজনের করা মন্তব্য) সম্পর্কে আমি অবগত নই, শুধু পরিসংখ্যান দিয়ে আপনি বোলারের মান নির্ধারণ করতে পারবেন না। প্রত্যেক দলেই মানসম্পন্ন বোলার আছে, তা না হলে আপনি এখানে (আন্তর্জাতিক ক্রিকেট) আসতে পারবেন না। আমি জানি না কে এটা বলেছে, কিন্তু আমি এটা (লঙ্কান শিবিরে বি??্বমানের বোলার নেই) বিশ্বাস করি না।'


ম্যাচের আগে কথার লড়াইয়ে বেশ জমজমাট হলেও নিশ্চয়ই এসব ছাপিয়ে যাবে দুই দলের মাঠের লড়াই। কারণ সুপার ফোরে যেতে দুই দলের জন্যই এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কথার লড়াইয়ে ইতোমধ্যেই উত্তাপ ছড়ানো এই ম্যাচে নিয়ে নিশয়ই ক্রিকেট ভক্তদের মনেও বাড়তি আগ্রহ কাজ করছে। এখন অপেক্ষা শুধুই মাঠের লড়াই দেখার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball