promotional_ad

হানড্রেডের শিরোপা গেল রকেটসের ঘরে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিততে হলে শেষ ৫ বলে করতে হবে ১১ রান, হাতে আছে ২ উইকেট এমন সমীকরণের সামনে ছিল ট্রেন্ট রকেটস। ৯৬তম বলে স্ট্রাইকে ছিলেন লুইস গ্রেগরি। এই বলে ছক্কা মেরে সমীকরণটা সহজ করেন তিনি। এরপরের বলেই চার মেরে ড্র করেন। আর ৯৮তম বলে এক রান নিয়ে ট্রফি নিশ্চিত করেন অধিনায়ক নিজেই।


লর্ডসে ১২১ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ট্রেন্ট। ৮ বল খেলে মাত্র ৮ রান করে দলীয় ১৬ রানে সাজঘরে ফিরেন অ্যালেক্স হেলস। আরেক ওপেনার ডেভিড মালানের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৯ রান।


promotional_ad

তিন নম্বরে ব্যাটিং করতে নামা টম কোহলের-ক্যাডমোরও ১৮ রানের বেশি করতে পারেননি। এরফলে দলীয় অর্ধশতক স্পর্শ করার আগেই তিন উইকেট হারায় দল। এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সামিত প্যাটেলও। তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৯ রান।


এরপর মিডল অর্ডার ব্যাটাররা দলকে জয়ের কক্ষপথে রাখেন। তবে কেউই এক প্রান্ত আগলে রেখে লম্বা ইনিংস খেলতে পারেননি। কলিন মুনরো আর টম মোরেস উভয়ের ব্যাট থেকেই এসেছে ১৬ রান করে। আর সাজঘরে ফেরার আগে ড্যানিয়েল শামস করেছেন ১৩ রান। 


শেষ দিকে অবশ্য দুর্দান্ত ব্যাটিং করেছেন লুইস গ্রেগরি। মূলত তার ক্যামিওতেই জয়ের বন্দরে পৌঁছে ট্রেন্ট। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬ বলে অপরাজিত ১৭ রান। ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে ১৮ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জশ লিটল।


এর আগে দ্য হানড্রেডের দ্বিতীয় আসরের ফাইনালে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই লরি ইভান্সের উইকেট হারায় ম্যানচেস্টার। এরপর ফিল সল্ট আর ওয়েন মাডসেনও দ্রুত সাজঘরে ফিরেছেন। সল্টের ব্যাট থেকে এসেছে ১১ রান আর মাডসেন ফিরেছে ৩ রান করে।


তবে অ্যাশটন টার্নারের ১৩ বলে ২৬ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২০ রান সংগ্রহ করে ম্যানচেস্টার। ট্রেন্টের হয়ে ১৮ রানে ৪ উইকেট শিকার করেছেন স্যাম কুক। এমন দুর্দান্ত বোলিংয়ের কারণে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরষ্কার গেছে তার ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball