ম্যাক্সওয়েলের ঘূর্ণির পর গ্রিন-ক্যারির ব্যাটে অজিদের জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
কেয়ার্নসে নিউজিল্যান্ডের মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঘাম ঝড়েছে অস্ট্রেলিয়ার। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৫০ রানের মাইলফলক ছোয়ার আগেই ৫ উইকেট হারায় অজিরা। তবে ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারির দুর্দান্ত ব্যাটিংয়ে রক্ষা পেয়েছে তারা। শেষ পর্যন্ত ২ উইকেটের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
২৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ৫ রান করে সাজঘরে ফেরেন অ্যারন ফিঞ্চ। এরপর ১ রান করে ফেরেন স্টিভেন স্মিথও। আর এদিন চার নম্বরে নেমে রানের খাতায় খুলতে পারেননি মার্নাস ল্যাবুশেন।

স্মিথ-ল্যাবুশেনদের পথেই হেঁটেছেন মার্কাস স্টইনিসও। অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার উইকেটে থিতু হয়েও সাজঘরে ফিরেছেন মাত্র ২০ রান করে। আর এতে ৪৪ রানে ৫ উইকেট হারায় অজিরা। তবে গ্রিন আর ক্যারির ব্যাটে কক্ষপথে ফেরে অজিরা। ক্যারির ব্যাট থেকে এসেছে ৮৫ রান। আর গ্রিনের অপরাজিত ৮৯ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ৪৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৯ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার। শুরুর এই ধাক্কা সামলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান কেন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে। তবে এই দুজনই অল্পের জন্য হাফ সেঞ্চুরি পাননি।
কনওয়ে সাজঘরে ফিরেছন ৪৬ রান করে। আর অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৪৫ রান। এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন চার নম্বরে খেলতে নামা টম ল্যাথামও। এই টপ অর্ডার ব্যাটার করেছেন ৫৭ বলে ৪৩ রান। এরপর ড্যারেল মিচেল করেছেন ২৬ রান।
মিচেলের বিদায়ের পর আর কেউই উইকেটে থিতু হতে পারেননি। জিমি নিশাম-মিচেল স্যান্টাররা দ্রুত সাজঘরে ফিরলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান তুলে নিউজিল্যান্ড। অজিদের হয়ে ৫২ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার গ্লেন ম্যাক্সওয়েল।