promotional_ad

ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন ফিঞ্চ!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

‘২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমি আমার সিদ্ধান্তে অনড়।’ বছর দুয়েক আগে অবসর নিয়ে এমনটা জানিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। তবে সময়ের সঙ্গে বদলেছে অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের ভাবনাও। লম্বা সময় ধরে ব্যাট হাতে ছন্দহীন ফিঞ্চ বিদায় বলতে যাচ্ছেন ওয়ানডে ক্রিকেটকে।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে হতে পারে ফিঞ্চের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ৫০ ওভারের ম্যাচ। এমন প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তৃতীয় ওয়ানডের আগে মিডিয়ার সামনে এসে ওয়ানডে ছাড়ার কথা জানাবেন ফিঞ্চ।


promotional_ad

লম্বা সময় ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না অস্ট্রেলিয়ার রঙিন পোশাকের অধিনায়ক। করোনা পরবর্তী সময়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ফিঞ্চ। সর্বশেষ ৭ ওয়ানডেতে মাত্র ২৬ রান করেছেন ডানহাতি এই ওপেনার। যেখানে তিনবারই শূন্য রানে আউট হয়েছেন তিনি। 


৭ ইনিংসের মাত্র একটিতে দুই অঙ্কের কোটা ছুঁয়েছেন ফিঞ্চ। ফলে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ফিঞ্চ ৫০ ওভারের ক্রিকেটেকে বিদায় জানাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ হতে পারে তার বিদায়ী ওয়ানডে। ওয়ানডে ক্রিকেট ছাড়লেও টি-টোয়েন্টি সংস্করণ চালিয়ে যাবেন তিনি।


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকেও নেতৃত্ব দেবেন ফিঞ্চ। সর্বশেষ দুবছরে ওয়ানডে সেঞ্চুরি পাননি অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। এদিকে ফর্মে ফিরতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটও ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball