বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরি হাঁকিয়ে আগস্টের সেরা রাজা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলে খেলার পর রিশাদ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও ডাক পাবে: রাজা
৪ মে ২৫
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আগস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। সেরা হওয়ার পথে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এবং নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারকে পেছনে ফেলেন তিনি।
গত আগস্টে বাংলাদেশের বিপক্ষে প্রায় ৯ বছর পর ওয়ানডে সিরিজ জেতে জিম্বাবুয়ে। আর এই সিরিজ জয়ের নায়ক ছিলেন রাজা। প্রথম ম্যাচে ৩০৩ রান তাড়ায় তিনি করেন অপরাজিত ১৩৫ রান। দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের এই ব্যাটার।
সেই ম্যাচেও জিতে নেয় রোডেশিয়ানরা। রাজার ব্যাটে আসে ১১৭ রানের অপরাজিত ইনিংস। এ ছাড়া বল হাতেও তিনি নেন ৩ উইকেট। একই মাসে ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচেও সেঞ্চুরি (১১৫) করেন রাজা। এই তিনটি সেঞ্চুরিই তাকে প্রথমবারের মতো মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হতে সাহায্য করেছে।

এদিকে গত মাসে ম্যানচেস্টার টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ব্যবধানে হারানোর টেস্টে ইংলিশদের নায়ক ছিলেন বেন স্টোকস। ব্যাট হাতে খেলা একমাত্র ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করেন ইংল্যান্ডের অধিনায়ক।
‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম
২১ মে ২৫
তার ব্যাটে আসে ১০৩ রান। পরে বল হাতে দুই ইনিংসে দুটি করে উইকেট নেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন ইংলিশ এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্সে আইসিসির নজর কাড়েন তিনি। যদিও পুরস্কার পাওয়া হলো না তার।
গত মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আট ম্যাচ খেলে নিউজিল্যান্ড। এর মাঝে ছয়টিতেই জিতে তারা। এই ম্যাচগুলোতে বল এবং ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন আগস্টের আরেক মনোনয়ন পাওয়া ক্রিকেটার স্যান্টনার।
এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে তিনে নেমে ৪২ বলে ৭৭ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে তিনটি করে উইকেট নেন তিনি।
এদিকে মেয়েদের সেরার লড়াইয়ে জায়গা করে নেন ভারতের জেমিমা রদ্রিগেজ, অস্ট্রেলিয়ার বেথ মুনি ও তাহলিয়া ম্যাকগ্রা। সেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা।