ইংল্যান্ডের কোচিং প্যানেলে যুক্ত হলেন হাসি ও সেকার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবারও চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ধোনিকে
৫ এপ্রিল ২৫
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। এই আসরকে সামনে রেখে মাইক হাসি ও ডেভিড সেকারকে কোচিং স্টাফে যোগ করেছে ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই দুই জনকে নিয়োগ দেয়ার কথা নিশ্চিত করেছে ইসিবি। তাদের সঙ্গে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ড দলের সঙ্গে এর আগেও কাজ করেছেন সেকার। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তাদের টেস্ট দলের বোলিং কোচ ছিলেন তিনি। ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পেলেও কোচিং জীবনে বেশ সফল ভিক্টোরিয়ার সাবেক এই পেসার।
২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশদের অ্যাশেজ সিরিজ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন ৫৬ বছর বয়সী এই কোচ। মাঝে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা জাতীয় দল ও বিগ ব্যাশেও কোচিং করানো সেকার কাজ শুরু করবেন অস্ট্রেলিয়ার আসন্ন পাকিস্তান সফর থেকে।
২০০৫ সালের পর এশিয়ার দেশটিতে প্রথমবার খেলতে যাচ্ছে ইংল্যান্ড। সাত টি-টোয়েন্টির সিরিজটি শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাবে ইংল্যান্ড। বৈশ্বিক আসরের আগে স্বাগতিকদের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে ইংলিশরা।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান হাসিকে কেবল বিশ্বকাপের জন্যই নিযুক্ত করেছে ইংল্যান্ডের বোর্ড। বর্তমানে তিনি আইপিএল দল চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ হিসেবে আছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৭৯ টেস্ট, ১৮৫ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন হাসি। আন্তর্জাতিক ক্রিকেটে ২২ সেঞ্চুরিতে মিডল-অর্ডার এই ব্যাটসম্যানের নামের পাশে রয়েছে ১২ হাজার ৩৯৮ রান।