promotional_ad

কামিন্স নেতৃত্ব না পেলে অবাক হবেন পন্টিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

অ্যারন ফিঞ্চ ওয়ানডে থেকে অবসর নেয়ায় এই ফরম্যাটে নতুন অধিনায়ক খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নেতৃত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন দলটির টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও। অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে অধিনায়ক কামিন্স না হলে রীতিমতো অবাক হবেন বলে জানিয়েছেন দেশটির হয়ে তিনটি বিশ্বকাপ জেতা রিকি পন্টিং।


ওয়ানডের নেতৃত্ব পেতে আগ্রহী কামিন্স নিজেও। তবে এই ব্যস্ত সূচির ভিড়ে কোনো দলের ৩ ফরম্যাটে একই অধিনায়ক থাকার ব্যাপারটা বাস্তবসম্মত নয় তার কাছে, কয়েকদিন আগেই এমন মন্তব্য করেছিলেন তিনি। যদিও পন্টিং চোখে ওয়ানডের নেতা হিসেবে কামিন্সই যোগ্য।


promotional_ad

পন্টিং বলেন, 'আমার মনে হয় প্যাট কামিন্সই হবে সত্যি বলতে। আমি জানি, সে সঙ্গত কারণেই সবগুলো ওয়ানডে ম্যাচ খেলে না। গত কয়েক বছর ধরে বিশ্বের অন্যান্য পেসারদের মতো তার ওয়ার্কলোডও যথেষ্ট বেশি।'


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

'আমি জানি সামনের টেস্ট গুলোতে কামিন্স, হ্যাজেলউড, স্টার্ককে শতভাগ ফিট পেতে তারা যথেষ্ট সচেতন। তবে আমি খুবই অবাক হবো যদি প্যাট কামিন্স অধিনায়ক না হয়।'


এদিকে টেস্ট অধিনায়কত্বের বাইরে বর্তমানে কিছুই ভাবছেন না কামিন্স। তবে ওয়ানডে অধিনায়কত্বের প্রস্তাব যদি আসে সেটা লুফে নেয়াও সম্মানের, এমনটা মনে করছেন এই ফাস্ট বোলার।


কয়েক দিন আগে তিনি বলেছিলেন, 'তিন ফরম্যাটে অধিনায়কত্ব পেলে আপনাকে সবগুলো ম্যাচ খেলতে হবে। এটা একেবারেই বাস্তবসম্মত নয়। যদি প্রস্তাব পাই এবং সেভাবে কাজ করতে পারি তাহলে সেটা হবে দারুণ সম্মানের। কিন্তু যদি না পাই (অধিনায়কত্ব), সেটাও ভালো। টেস্ট অধিনায়কত্বের বাইরে আমি কিছুই ভাবছি না। এই ফরম্যাটে কাজ করার আরও অনেক বাকি আছে।'


কয়েক বছর আগেও ক্রিকেটে দেখা যেতো, একই অধিনায়ক কয়েক ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু বর্তমানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ভারতের রোহিত শর্মা এবং পাকিস্তানের বাবর আজম ছাড়া আর কেউই একই সঙ্গে তিন ফরম্যাটের নেতা নন। এর মধ্যে উইলিয়ামসন ও রোহিত সারা বছরই পান পর্যাপ্ত বিশ্রাম, রোটেশান প্রক্রিয়ায় তাদের বদলে নেতৃত্ব দিয়ে থাকেন অন্যরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball