promotional_ad

ইংল্যান্ড সিরিজে ফিরছেন স্টইনিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও

৬ ফেব্রুয়ারি ২৫
প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, আইসিসি

সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না মার্কাস স্টইনিসের। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোর গুঞ্জন ছিল হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন এই অলরাউন্ডার। যদিও এমনটা হচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দলে ফিরেছেন স্টইনিস।


ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্টইনিসের বদলে স্কোয়াডে জায়গা পান ক্যামেরন গ্রিন। ভারত সিরিজে আগ্রাসী ব্যাটিংয়ে তিন ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করায় গ্রিনকে বেছে নিতে একটুও কষ্ট হয়নি অস্ট্রেলিয়ার নির্বাচকদের।


promotional_ad

এমনকি গুঞ্জন ছিল, স্টইনিসের বদলি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগও পেতে পারেন গ্রিন। তবে স্টইনিস দলে ফেরায় এমন সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে।


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

আগামী ৯ অক্টোবর পার্থে শুরু হবে এই ম্যাচের এই সিরিজ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া দলে নেই অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং গ্লেন ম্যাক্সওয়েল। ১২ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন তারা।


এদের পরিবর্তে প্রথম ম্যাচে খেলতে দেখা যেতে পারে কেন রিচার্ডসন, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন এবং নাথান এলিসকে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, স্টইনিস এখন পুরোপুরি ফিট। আর তাই দলের অন্য কারো ইনজুরি না হলে গ্রিনের বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।


ইংল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দল (পার্থ)- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, জস ইংলিস, ড্যানিয়েল শামস, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, নাথান এলিস এবং কেন রিচার্ডসন।


ইংল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দল (ক্যানবেরা)- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, জশ ইংলিস, ড্যানিয়েল শামস, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা এবং কেন রিচার্ডসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball