স্বার্থপর হতে চান না লিভিংস্টোন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’
২১ এপ্রিল ২৫
অবশেষে 'আলোর খোঁজ' পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। পুনর্বাসন শেষে আগামী ১৭ অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফিরতে আশাবাদী বেশ কিছুদিন ধরে কুঁচকির চোটে ভোগা এই ইংলিশ ক্রিকেটার।
দ্য হান্ড্রেডের সর্বশেষ আসরে কুঁচকির চোটে পড়েছিলেন লিভিংস্টোন। সেই চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠে নামতে পারছিলেন না তিনি। এমনকি পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি তার। অবশেষে মাঠে ফেরার আভাস পেয়ে দারুণ আনন্দিত তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লিভিংস্টোন বলেন, 'অবশেষে পুনর্বাসনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ (শেষ পর্যায়ে) অংশে আছি। আমরা খুব কাছেই আছি এবং সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাচ্ছি। আমি ফিরতে মুখিয়ে আছি এবং খেলার অপেক্ষা করছি।'
নিজের লক্ষ্যের কথা জানিয়ে লিভিংস্টোন বলেন, 'এই মুহুর্তে আমি পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে লক্ষ্য হিসেবে ঠিক করেছি কিন্তু আমি যদি তাড়াহুড়ো করি হিতে বিপরীত হতে পারে। আমাদের সঠিক ভারসাম্য খোঁজার চেষ্টা করতে হবে। এটা এমনভাবে করতে হবে যেন পিছিয়ে যেতে না হয়।'
প???রো ফিট না হলে ইংল্যান্ড হয়তো লিভিংস্টোনকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না। এরই মধ্যে মঈন আলী, হ্যারি ব্রুক্স ও স্যাম কারান লোয়ার মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করে নিজেদের সামর্থ্য জানিয়ে রেখেছেন। লিভিংস্টোনও জানিয়ে দিয়েছেন শতভাগ ফিট না হয়ে দলের হয়ে খেলবেন না তিনি।
লিভিংস্টোন বলেন, 'শতভাগ ফিট না হয়ে আমি খেলায় নেমে যেতে চাই না। এখানে স্বার্থপর হওয়ার কোনো কারণ দেখি না। আমার মনে হয় না এটা করা আমার জন্য ঠিক হবে। আমাদের স্কোয়াডটি দারুণ হয়েছে এবং আমি চাই না ৯০ শতাংশ ফিট থেকে আমার দেশের প্রতিনিধিত্ব করতে।'