promotional_ad

ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে লিভিংস্টোন, বাদ পড়লেন বার্নস-কারান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’

২১ এপ্রিল ২৫
গ্লেন ম্যাক্সওয়েল (বামে) ও লিয়াম লিভিংস্টোন (ডানে)

নতুন মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অবসর নেয়ার কারণে চুক্তিতে নেই সাবেক অধিনায়ক ইয়ন মরগান। আর বাদ পড়েছেন ররি বার্নস, ডম বেস, ক্রিস জর্ডান ও টম কারান। 


প্রথমবারের মতো ইসিবির চুক্তিতে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। নতুন মৌসুমের চুক্তিতে ৩০ জন ক্রিকেটারের নাম রয়েছে। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলে চুক্তিতে রয়েছে জফরা আর্চার।


নতুন চুক্তিতে অবনতি হয়েছে জেসন রয়ের। যদিও গুঞ্জন ছিল চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। অবশ্য সেই জল্পনা কল্পনা কাটিয়ে তাকে রেখেই নতুন চুক্তি ঘোষণা করেছে ইসিবি। নতুন করে চুক্তিতে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বেন ফোকস, হ্যারি ব্রুক্স ও রিস টপলি।


এবারের চুক্তিতে পেস বোলিং ডেভলপমেন্ট কন্ট্রাক্টে জায়গা পেয়েছেন ছয় পেসার। এর মধ্যে রয়েছেন ব্রেডন কার্স, ম্যাথু ফিশার, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন ও ওলি স্টোন। এর মধ্যে প্রথমবার এই চুক্তিতে রয়েছেন কার্স, ফিশার ও জেমি।


promotional_ad

চুক্তিতে উন্নতি হওয়া ক্রিকেটারদের নিয়ে ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট রব কি বলেছেন, 'আমার মনে হয় গত ১২ মাসে যারা দারুণভাবে নিজেদের ভূমিকা পালন করেছে তাদেরকেই পুরস্কৃত করেছি এবং তারা পরবর্তীতেও ইংল্যান্ডের পরিকল্পনায় থাকবে বলে আমরা আশাবাদী।'


ইসিবির চুক্তি-


পূর্ণাঙ্গ চুক্তিতে যারা- মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ফোকস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, আদিল রশিদ, ওলি রবিনসন, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।


ইনক্রিমেন্ট কন্ট্রাক্ট- হ্যারি ব্রুক্স, ডেভিড মালান, ম্যাথু পটস, জেসন রয়, রিস টপলি ও ডেভিড উইলি।


পেস বোলিং ডেভলপমেন্ট কন্ট্রাক্ট- ব্রেডন কার্স, ম্যাথু ফিশার, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন ও ওলি স্টোন।


বাদ পড়েছেন- ইয়ন মরগান, ররি বার্নস, ডম বেস, ক্রিস জর্ডান ও টম কারান।


* চুক্তিতে নতুন * পূর্ণাঙ্গ চুক্তিতে উন্নতি * চুক্তিতে অবনতি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball