পাকিস্তানে না গিয়ে আইপিএল খেলার 'স্বাধীনতা' পাচ্ছেন কিউইরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২২ ঘন্টা আগে
১৯ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। ২০২২-২৩ মৌসুমে মোট দুবার পাকিস্তান যাবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এর মধ্যে দ্বিতীয় দফায় সফর করবে ২০২৩ সালের ১১ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত। যে সময়টায় ভারতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেট নিউজিল্যান্ডের (এনজেডসি) পক্ষ থেকে জানা গেছে, পাকিস্তান সফরে না গিয়ে আইপিএল খেলতে চাইলেও পুরোপুরি স্বাধীনতা দেয়া হবে ক্রিকেটারদের।
এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন এমনটাই। পূর্ণাঙ্গ এই দুই সফরে দুটি টেস্ট, আটটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে উইলিয়ামসনবাহিনী।

হোয়াইট বলেন, 'আমরা যতটুকু জানি, আমাদের পূর্ণশক্তির দলই পাকিস্তানে যাবে। আমি ক্রিকেটার এবং তাদের অ্যাসোসিয়েশানের সাথে এই ব্যাপারে কথা বলেছি। তবে ক্রিকেটাররা আইপিএল খেলার অনুমতি চাইলে সেটাও পাবে। তারা পাকিস্তান সফরেও যেতে পারবে বা আইপিএলেও খেলতে পারবে।'
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ ঘন্টা আগে
এই সফরের প্রথম লেগ শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। ২৭-৩১ ডিসেম্বর করাচি টেস্ট এবং ৪-৮ জানুয়ারি মুলতান টেস্ট খেলবে দুই দল। ১৯৯০ সালের পর এবারই প্রথম করাচিতে টেস্ট খেলবে নিউজিল্যান্ড! এই দুটি টেস্ট খেলেই করাচিতে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে অংশ নেবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
তবে এই লেগে মাত্র তিনটি ওয়ানডে খেলবে এই দুটি দল। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১১, ১৩ এবং ১৫ জানুয়ারি। তিনটি ম্যাচই আইসিসি সুপার লিগের অংশ। ম্যাচগুলো শেষে সমাপ্ত হবে প্রথম লেগের। দ্বিতীয় লেগ শুরু হবে ২০২৩ সালের এপ্রিলে।
দ্বিতীয় দফায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির মাধ্যমে শুরু হবে সফর। তারপর অবশিষ্ট পাঁচটি ওয়ানডে খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচিতে ১৩, ১৫, ১৬ এবং ১৯ এপ্রিলে অনুষ্ঠিত হবে প্রথম চারটি টি-টোয়েন্টি। সিরিজের পঞ্চম শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল, লাহোরে। ২৬ ও ২৮ এপ্রিল লাহোরে দুটি ওয়ানডে খেলবে তারা।
সিরিজের শেষ তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৪ এবং ৭ মে। ২০০৩ সালের পর মাঝের ১৯ বছরে পাকিস্তানের মাটিতে কোনও ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড।